কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস 14’-এ এই মুহূর্তে প্রকৃত এন্টারটেইনার হলেন বলিউডের আইটেম ডান্সার রাখি সাওয়ান্ত (Rakhi sawant)। রাখি বরাবর বিতর্কের শীর্ষে থাকতে পছন্দ করেন। নরেন্দ্র মোদী (Narandra Modi) ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর প্রতি আনুগত্য প্রদর্শন করার জন্য রাখি একটি ডিপ নেক পোশাক পরেছিলেন যাতে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে প্রিন্ট করা ছিল। ছবিগুলি এমনভাবে প্রিন্ট করা হয়েছিল যা দেখতে অশ্লীল লেগেছিল। রাখি নিজের ‘সিলিকন ব্রেস্ট’-এর কথা নিজেই ঘোষণা করে বলেছিলেন, তিনি তাঁর ব্রেস্ট মৃত্যুর সময় দান করে যেতে চান। তবে অনিচ্ছাকৃতভাবেও বিতর্কের শিকার হয়েছেন রাখি। কয়েক বছর আগে গায়ক মিকা সিং ( Mika singh)-এর জন্মদিনের পার্টিতে মিকা রাখিকে মত্ত অবস্থায় অযাচিত ভাবে চুম্বন করেন। রাখি সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট করে প্রতিবাদ করেছিলেন। এমনকি মিকার মুখোমুখি হয়ে তিনি মিকাকে মানহানির মামলা করার হুমকি দিয়েছিলেন পরে মিকা মিডিয়ার সামনে এসে রাখির কাছে ক্ষমা চান। কিন্তু আজীবন রাখিকে ‘বিতর্ক শিরোমণি’ করে তোলা মিডিয়া বা মানুষ কোনোদিন জানতে চাননি, কেন রাখি এরকম! কেন রাখির ব্যক্তিত্ব এত বিতর্কিত! এর মূলে রয়েছে রাখির অস্থির শৈশব। এবার বিগ বসের ঘরে রাখি বললেন, তাঁর শৈশবের কথা। রাখির প্রকৃত নাম নিরু(Niru)। তাঁর বাবা তাঁর মা-কে ছেড়ে চলে যান। এরপর রাখির মা একজন পুলিশ কনস্টেবলকে বিয়ে করেন। রাখির সৎ বাবা মেয়েদের স্বাধীনতা পছন্দ করতেন না। কিন্তু অভাবের সংসারের স্বার্থে রাখির মা-কে আয়ার কাজ করতে বাধ্য করেন তিনি। উপরন্তু রাখির মামাও বাড়ির মহিলাদের দমিয়ে রাখতে পছন্দ করতেন। বাড়ির মেয়েরা অসূর্যম্পশ্যা ছিলেন। তাঁদের রূপচর্চা করা বারণ ছিল। পুরুষদের কথাই ছিল বাড়ির সিদ্ধান্ত। রাখি নাচ করতে ভালোবাসতেন। এই কারণে তাঁর মামা তাঁকে নৃশংসভাবে প্রহার করতেন। রাখির শরীরে এখনও রয়েছে সেই স্টিচের দাগ যা তাঁর মামার প্রহারের ফলে আঘাতের নিরাময়ের জন্য হয়েছিল। রাখির মামার বিরুদ্ধে রাখির মায়ের কিছু বলার অধিকার ছিল না। একসময় অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন রাখি। কিন্তু পরে তাঁর মা তাঁকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন। বিগ বসের প্রতিযোগী রাহুল বৈদ্য (Rahul vaidya)-কে রাখি বলেছেন তাঁর নির্যাতিত শৈশবের কথা। এমনকি বিগ বসের অপর প্রতিযোগী রাহুল মহাজন (Rahul Mahajan) কিছুদিন আগে বিগ বসের ঘরে রাখির শৈশবের কথা বলেছেন। ‘বিগ বস 14’-এর সঞ্চালক সলমন খান (Salman Khan) বলেছেন, রাখি জীবনে অনেক কঠিন রাস্তা পেরিয়ে এসেছেন। রাখি বলেছেন, তাঁর মামা এবং বাবা এখন জীবিত নেই। এমনকি রাখি বলেছেন, তিনি বলিউডের আইটেম ডান্সার হওয়ার কারণে তাঁকে অনেকেই চরিত্রহীন বলেন। কিন্তু রাখি মনে করেন না, তিনি কোনো ভুল কাজ করছেন।
গত বছর রাখি কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে জানিয়েছিলেন তাঁর বিয়ে হয়েছে এনআরআই রীতেশ পান্ডে (Ritesh pandey)-এর সাথে। রীতেশ ইউকে-এর বাসিন্দা। হিন্দু ও খ্রিস্টান দুই রীতি মেনে বিয়ে হয়েছিল রাখির। এরপর রাখি করওয়া চৌথের ছবি শেয়ার করলেও এখনও অবধি রীতেশের কোনো ছবি শেয়ার করেননি। ফলে তাঁর বিয়ে নিয়ে তিনি বারবার প্রশ্ন উঠেছে। বিগ বসের ঘরে প্রতিযোগী আলি গোনি(Ali gony)- ও রাখিকে রীতেশ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। কিন্তু রাখি আলির প্রশ্ন এড়িয়ে যান। রাখি জানিয়েছেন, রীতেশ খুব লাজুক, তিনি ক্যামেরার সামনে আসতে চান না।
তবে বিগ বসের ঘরেই একসময় তিতিবিরক্ত হয়ে রাখি নিজেও বলেছেন, তাঁর পক্ষে তাঁর বিয়ে নিয়ে বারবার উত্তর দেওয়া সম্ভব নয়। তিনি বলেন, তিনি চান রীতেশ অন্তত একবার ক্যামেরার সামনে আসুন। সুদূর ইউকে থেকে একটি ইন্টারভিউতে রীতেশ জানিয়েছেন, এই বছর করোনা অতিমারীর কারণে তাঁর সঙ্গে রাখির দেখা হয়নি। কিন্তু রাখির কথামতো বিগ বসের ঘরে এসে তাঁদের সম্পর্ককে স্বীকৃতি দিতে তিনি রাজি।
একইসঙ্গে রীতেশ বিগ বসের প্রতিযোগী নিকি তম্বোলী(Niki Tamboli)- র সমালোচনা করেছেন। কিছুদিন আগে নিকি বলেন রাখি নিজের মান-ইজ্জত খুইয়ে বিগ বসের ঘরে এসেছেন। রীতেশ নিকির এই কথার বিরোধিতা করে বলেন, রাখি নিকির থেকে অনেক সিনিয়র। নিকির উচিত, রাখিকে সম্মান দেওয়া। একজন নারী হয়ে নিকির উচিত নয় আরেকজন নারীকে অপমান করা। রীতেশ বলেন, তিনি চাইলে নিকির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করতে পারেন। কিন্তু ‘বিগ বস’ একটি গেম শো এবং তিনি এই গেম শো-টিকে সম্মান করেন। এই কারণে রীতেশ এখনও পর্যন্ত নিকির বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করেননি। রীতেশ জানিয়েছেন, রাখির মতো নারীকে তাঁর স্ত্রী হিসাবে পেয়ে তিনি যথেষ্ট খুশি। রীতেশ চান, রাখি ‘বিগ বস 14’ জিতুন। একইসঙ্গে রীতেশ জানিয়েছেন, তিনি ও রাখি খুব তাড়াতাড়ি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন।














