Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভাল আছেন মহারাজ, চলছে রুটিন চেকআপ, সারারাত হাসপাতালে ডোনা-সানা

Updated :  Sunday, January 3, 2021 10:00 AM

কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের  (Sourav Ganguly)-এর চিকিৎসার দায়িত্বে রয়েছেন সরোজ মন্ডল সৌতিক পান্ডা এবং সপ্তর্ষি বসু। তিনি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। প্রাক্তন ভারত অধিনায়কের হঠাৎ বুকে ব্যাথা অনুভব হয়। মাথা ঘুরিয়ে বেহালার বাড়িতে পড়ে যান মহারাজ। সেখান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একটি বেসরকারি হাসপাতালের এমারজেন্সিতে ভর্তি হয়েছেন সৌরভ। সৌরভের জন্য মেডিক্যাল বোর্ড বসলো হাসপাতালে।

সম্ভবত একটি মৃদু হার্ট অ্যাটাক হয়েছে বলে খবর হাসপাতাল সূত্রে। ইতিমধ্যেই তিন জন কার্ডিওলজিস্ট দেখছেন সৌরভকে। শুক্রবার রাতেই কিছুটা অসুস্থ বোধ করছিলেন সৌরভ। তবে সব কিছু ঠিক থাকবে বলেই অনুমান ছিল পরিবারের। তারপরই আজ সকালে অসুস্থ হয়ে পড়েন মহারাজ। জিম করার সময় ব্ল্যাক আউট হয়ে সৌরভের। সঙ্গে ছিল বুকে ব্যাথা। ফলে কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে উডল্যান্ডসে ভর্তি করা হয়েছে। আগে থেকেই হার্টের একটি সমস্যা ছিল সৌরভের, এমনটাই অনুমান চিকিৎসকদের। ফলে সেই সমস্যা আজই দেখা দিয়েছে বলে প্রাথমিক অনুমান চিকিৎসকদের।

এই মুহূর্তে হাসপাতালে সৌরভকে দেখার জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল বোর্ড। সৌরভ গঙ্গোপাধ্যায়ের অবস্থা এখন বেশ ভালো বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। একই সঙ্গে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, সৌরভ এখন কিছুটা সুস্থ আছেন। তাঁর হার্টের সমস্যা অনুমান করা হচ্ছে। বাকিটা ডাক্তাররা দেখে জবাব দেবেন।