২২ গজের মহারাজ সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) অসুস্থতার খবর পেয়ে মনমরা হয়ে পড়েছিল তার লাখো লাখো অনুরাগী। কিন্তু আজ সকালেই স্বস্তির খবর শোনাল উডল্যান্ড হাসপাতাল (woodland hospital) কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, “সবকিছু ঠিকঠাক থাকলে এখন সৌরভের বাকি দুই ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে না। সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বুধবার হাসপাতাল থেকে ছুটি পেয়ে যেতে পারেন দাদা।” আজ অর্থাৎ সোমবার সকালে সৌরভের শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করতে গঠন করা হয়েছিল নয়া মেডিকেল বোর্ড। আর তাতে ভিডিও কলের মাধ্যমে ছিলেন ভারতের জনপ্রিয় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেট্টি এবং আর কে পন্ডা। তাতে উপস্থিত ছিল মহারাজের পরিবারের সদস্যরাও। সেখানে সৌরভের শারীরিক পরিস্থিতির নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মেডিকেল বোর্ডের আলোচনার পর উডল্যান্ড হাসপাতাল এর সিইও রুপালি বসু জানিয়েছেন, গতকাল সিদ্ধান্ত নেয়া হয়েছিল সৌরভের বাকি দুই ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে অর্থাৎ স্টেন্ট বসানো হবে। প্রসঙ্গত ইতিমধ্যেই একটি ধমনীতে স্টেট বসানো হয়ে গিয়েছে। তবে আজকে সৌরভের শারীরিক পরিস্থিতির কথা আলোচনা করার পর সিদ্ধান্ত নেয়া হয়েছে যে এখনই বাকি দুই ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। প্রক্রিয়াটি কিছুদিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। এরপর কবে ওই বাকি দুই ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি হবে তা সৌরভের শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। আগামী কয়েকদিনের মধ্যে বিশিষ্ট চিকিৎসকরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
সেই সাথে মহারাজের ব্যক্তিগত চিকিৎসক সপ্তর্ষি বসু জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট মহারাজ সৌরভ গঙ্গুলি এখন সুস্থ আছেন। তার অ্যাঞ্জিওপ্লাস্টি করার প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছেন। তার বাড়ি ফেরার পর তার বাড়িতে যাবেন উডল্যান্ড হাসপাতালের চিকিৎসকরা। তার বাড়িতেই থাকে করা পর্যবেক্ষণে রাখা হবে। এখন নিয়মিত ওষুধ চলবে।