কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাতের শেষ। সোমবার তথা আজ নবান্ন থেকে কেন্দ্রের এই প্রকল্প রাজ্য চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর সাথে তিনি দাবি জানিয়েছেন কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের।
কিষান সম্মান নিধি নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে চাপানউতোর চলছে বেশ অনেকদিন ধরে চলছিল সমস্যা। সম্প্রতি বেশ কয়েকটি চিঠিও হয়েছে আদানপ্রদান। ফোনে কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সাথে কথা বলেছেন নিজে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর পরেই সোমবার তথা আজ এই বিষয়ে নবান্নে মুখ্যমন্ত্রী বলেন,”আমরা এখন জেনেছি যে কৃষকদের নথিভুক্ত করতে কেন্দ্র একটি আলাদা পোর্ট করেছে। সেটির তথ্য রাজ্যের কাছে নেই। অথচ বারবার বলা হচ্ছে বাংলা কোনও তথ্য ভেরিফাই করছে না। ওদের কাছে বাংলা হয়তো অচ্ছুত কিন্তু আমার কাছে সবার আগে কৃষক। সেই কারণে সব জানার পর আমি ওদের বলেছি সমস্ত তথ্য পাঠিয়ে দিতে, আমরা সব ভেরিফাই করে দেব। কৃষকদের নিয়ে কোনও রাজনীতি আমি করতে চাইনা।” এছাড়াও তিনি বলেন,”কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত কৃষকরাই পান। কেউ যদি বাড়তি কেন্দ্রের সুবিধা ও পান, তবে তাতে আমার কোনও অসুবিধা নেই।”
প্রথম থেকেই ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের অসহযোগিতার অভিযোগ উঠে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যা নিয়ে সরব হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। পরবর্তীকালে এই প্রকল্প বাংলায় চালুর জন্য কেন্দ্রকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু রাজ্যের দাবি ছিল, টাকা সরাসরি কৃষকদের না পাঠিয়ে তাদের হাতে দেওয়া হোক। টাকা বণ্টন করা হবে সরকারি পক্ষ থেকে। অন্যদিকে কেন্দ্রের দাবি তারা সরাসরি পাঠাবে টাকা কৃষকদের অ্যাকাউন্টে। এই সংঘাতের কারণে এখনও পর্যন্ত কৃষকরা পায়নি এই সুবিধা। মুখ্যমন্ত্রী এইদিন ঘোষণা করেছেন, যা শুনে পর্যবেক্ষকরা মনে করছেন সমস্যা অনেকটা এইবার মিটে যাবে।