নয়াদিল্লি: পার হয়ে গিয়েছে একমাস (One Month), তবুও কেন্দ্রের (Central Govt) প্রকাশ করা নতুন তিনটি কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলন একইভাবে অব্যাহত। গতকাল, সোমবার (Monday) নতুন বছরের চতুর্থ দিনে সপ্তম দফায় বৈঠক হয় কৃষক ইউনিয়ন (Farmers Union) ও সরকারের মধ্যে। কিন্তু এক্ষেত্রেও সপ্তম দফায় বৈঠক ব্যর্থ। কৃষি আইন প্রত্যাহার না করলে নিজেদের ঘরে ফিরবে না কৃষকরা, এমন হুঙ্কার দেওয়া হয়েছে কৃষকদের তরফ থেকে। বলা হয়েছে, ‘কানুন ওযাপসি নেহি তো ঘর ওযাপসি নেহি’। নিজেদের অবস্থানে একইভাবে অনড় দুপক্ষই। আগামী শুক্রবার (Friday) ফের বৈঠকে বসবে সরকার ও কৃষক প্রতিনিধিরা।
গতকাল, সোমবার ছিল কৃষক আন্দোলনের ৪০তম দিন। বৈঠকে বসার আগে আন্দোলন চলাকালীন প্রয়াত কৃষকদের শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে দু মিনিট নীরবতা পালন করা হয়। আর এতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় প্রতিনিধিরাও। কিন্তু তারপরেই বৈঠক শুরু হতে যে যার নিজেদের অবস্থানে অনড়। এদিনের বৈঠক শেষে কৃষক নেতা রাকেশ টিকাওয়াত বলেন, ‘আমরা আমাদের দাবিতে একইভাবে অনড় থাকব। আমাদের দাবি অনুযায়ী তিনটি কৃষি আইন প্রত্যাহার করতে হবে এবং ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে। তা না হলে এই আন্দোলন চলবে। কানুন ওযাপসি নেহি তো ঘর ওযাপসি নেহি।’ অর্থাৎ আইন প্রত্যাহার না হলে কোনও কৃষকরা ঘরে ফিরবে না। বিজ্ঞান ভবনে গতকালের বৈঠক শেষে এমনই হুঙ্কার দেন কৃষক নেতা রাকেশ।
এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়াস এবং সংসদ সোমপ্রকাশ সহ একাধিক কেন্দ্রীয় প্রতিনিধি। বৈঠক শেষে এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেন, ‘সপ্তম দফায় বৈঠক শেষে নিজেদের দাবিতে অনড় কৃষকরা। তাই কোনও সমাধানে পৌঁছানো যায়নি। তিনটি কৃষি আইন প্রত্যাহারে জেদি মনোভাব কৃষকদের।’ তবে আগামী শুক্রবারের বৈঠক থেকে কোনও সমাধান মেলে কিনা, এখন সেটাই দেখার।