মধ্যবিত্তদের মুখে হাসি! এক ধাক্কায় প্রচুর দাম কমল সোনার, জেনে নিন সোনার নতুন দাম
মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে দাম পড়ল সোনার (Gold)। গতকাল, সোমবার (Monday) বাজার কিছুটা চাঙ্গা হলেও এদিন ফের পড়ল সোনার দাম। আজ, মঙ্গলবার (Tuesday) এমসিএক্স সূচকে ০.০৩% পতনের ফলে সোনার দাম প্রতি ১০ গ্রামে যাচ্ছে ৫১,৪১০ টাকা। গতকাল দাম উঠেছিল প্রতি ১০ গ্রামে ১,২০০ টাকা। সোনার দাম পড়লেও এ দিন সূচকে ০.৪৮% বৃদ্ধি দেখা দিয়েছে রুপোর (Silver) দরে।
এর জেরে প্রতি কেজি রুপোর দাম যাচ্ছে ৭০,৩৭৩ টাকা। গতকাল এই দাম কেজি প্রতি উঠেছিল ২,০০০ টাকা। আন্তর্জাতিক বাজারে মঙ্গলবার সোনার দাম কিছুটা সস্তা হয়েছে গতকাল ২.৫% বৃদ্ধির পরে। এ দিন মার্কিন ডলারের দামও কিছুটা উর্ধ্বগতি পাওয়ায় তার প্রভাবে দাম পড়েছে সোনার। স্পট গোল্ড সূচকে এ দিন ০.২% পতনের ফলে প্রতি আউন্স সোনার দাম যাচ্ছে ১,৯৩৮.১১ ডলার। রুপোর দামে বিশেষ হেরফের না হওয়ায় প্রতি আউন্সের দর দাঁড়িয়েছে ২৭.২২ ডলার। মুদ্রাস্ফীতি এবং ডলারের দামে স্থিরতার অভাবে নিরাপদ সম্পদ হিসেবে সোনায় লগ্নি করার প্রবণতা দেখা যায়।
২০২০ সালে সোনার দাম মোটের উপরে ২৫% বৃদ্ধি পেয়েছিল। রুপোর দর বেড়েছিল প্রায় ৫০%। এর পিছনে মূলত কোভিড পরিস্থিতিতে ঝিমিয়ে পড়া বাজার চাঙ্গা করতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির উদার অর্থনৈতিক সংস্কার কাজ করেছিল। সোমবারের আগে টানা দুই সপ্তাহ সোনার দাম বিশেষ বাড়তে দেখা যায়নি।
এইচডিএফসি সিকিউরিটিজ এক বিবৃতিতে জানিয়েছে, ‘করোনাভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মাঝে সোনার দামে কিছুটা উর্ধ্বগতি দেখা গিয়েছিল। পাশাপাশি, ডলারের দাম দুর্বল থাকায় সোনায় বিনিয়োগের হার বেড়েছিল। বর্তমানে কোভিড সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় এবং তার জেরে ব্রিটেন ও অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ হওয়ায় সোনার মূল্যবৃদ্ধিতে ঝুঁকির উপস্থিতি গুরুতর ভাবে দেখা দিয়েছে।’