কলকাতা: দিনের বেলায় প্রকাশ্য়ে আগুন পুড়ে মারা গেলেন এক মহিলা (Woman)। ঘটনাটি ঘটেছে খিদিরপুর এলাকায়। আত্মহত্যা (Suiside) না ওই মহিলার গায়ে কেউ আগুন লাগিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্য়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ একটি পরিত্যক্ত কারখানা থেকে পোড়ার গন্ধ পান তাঁরা। কাছে গিয়ে ওই ব্যক্তি দেখতে পান, দাও দাউ করে জ্বলছেন এক মহিলা। ভয়াবহ এই দৃশ্য় দেখে প্রথমে সম্বিত হারান ওই ব্যক্তি। পরে ধাতস্থ হতেই চিৎকার করে লোক ডাকেন। তড়িঘড়ি মহিলার গায়ে জল ছুড়তে থাকেন স্থানীয়রা। কিন্তু শেষ রক্ষা হয়নি। পরে মারা যান ওই মহিলা।
ঘটনার আকস্মিকতায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে এলাকাবাসীরাই ওয়াটগঞ্জ থানায় খবর দেন। পুলিশ এসে ওই মহিলার দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একটি দেশলাই বাক্স ও কোল্ড ড্রিঙ্কসের বোতল পাওয়া গিয়েছে। ওই মহিলা এলাকায় থাকতেন না বাইরে থেকে এসেছিলেন তাও জানা যায়নি। কীভাবে ওই পরিত্যক্ত কারখানার খবর পেলেন ওই মহিলা তা নিয়েও উঠছে প্রশ্ন।
ইতিমধ্য়েই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন লালবাজার হোমিসাইড দলের সদস্যরা। শুরু হয়েছে তদন্ত। হত্যা না আত্মহত্যা তা নিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও প্রমাণ পাওয়া যায় কিনা তাও দেখছে পুলিশ। সাধারণত এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের এই ধরনের ঘটনায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখান থেকেই শুরু হয় প্রাথমিক তদন্ত। আপাতত মহিলার পরিচয় জানাটাই লক্ষ্য় তদন্তকারীদের।