কলকাতা: জানুয়ারি (January) দ্বিতীয় সপ্তাহ আসতে না আসতেই শীত (Winter) যেন একেবারে যাই যাই করছে। আজ, শুক্রবার (Friday) তাপমাত্রার ঊর্ধ্বগতি অব্যাহত। আজ সারা দিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। কোথাও বৃষ্টিপাত (Rainfall) হওয়ার সম্ভবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। কিন্তু হঠাৎ করে তাপমাত্রা যে ঊর্ধ্বমুখী হয়েছে, পৌষের শেষে রাজ্য থেকে শীত উধাও হয়ে গিয়েছে। পুনরায় শীত কবে পড়বে, তা এখন ও পর্যন্ত স্পষ্ট করে জানাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
এদিন আরও খানিকটা চড়ল তাপমাত্রার পারদ। এদিন শহর কলকাতা সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮.৬ ডিগ্রী সেলসিয়াস যেটা স্বাভাবিকের থেকে ৫ ড্রিগ্ৰি বেশি। এদিনের বাতাসে আপেক্ষিক আদ্রতা সর্বাধিক ৯৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ থাকবে। বেশ কয়েকদিন ধরে লাগাতার কনকনে ঠাণ্ডার পর এই সপ্তাহে তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।
রোজই কিছুটা করে বাড়ছে তাপমাত্রা। যার ফলে রাতে ও সকালের দিকে ঠাণ্ডা অনুভূত হলেও দিনের মাঝামাঝি সময় সেভাবে শীতকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করে সোমবার থেকে লাগাতার ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ।