দেশনিউজপলিটিক্স

উড়ো চিঠি দিয়ে নবীন পট্টনায়েককে খুনের চেষ্টা! উত্তেজনা ছড়াল গোটা ওড়িশায়

Advertisement

কটক: নবীন পট্টনায়েককে (Naveen Patnaik) খুনের (Murder) ষড়যন্ত্র! উড়ো চিঠির জেরে উত্তেজনা গোটা ওড়িশায় (Odisha)  ওড়িশার মুখ্যমন্ত্রী (Chief Minister) নবীন পট্টনায়েককে খুন করার গভীর চক্রান্ত চলছে। সম্প্রতিই তাঁর বাসভবনে ইংরাজিতে চিঠি (Letter) লিখে এই বিষয়ে সতর্ক করেছে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি। ইতিমধ্যে এই ঘটনার পরই মহারাষ্ট্রের (Maharashtra) নাগপুরে থাকা এই ষড়যন্ত্রের মূলচক্রীকে নবীন পট্টনায়েককে খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করেছে বলেও দাবি করা হয়েছে ওই চিঠিতে। আর তারপরই এই বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ওড়িশা পুলিশ।

ওড়িশা প্রশাসন সূত্রে এবিষয়ে জানা গিয়েছে, গত পাঁচ তারিখ ওই চিঠি পাওয়ার পরেই রাজ্যের বিশেষ স্বরাষ্ট্রসচিব ড. সন্তোষ বালা পুলিশ ও গোয়েন্দা বিভাগের ডিজি এবং ভুবনেশ্বরের পুলিশ কমিশনারকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। আর তারপরই বিষয়টি প্রকাশ্যে আসায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে ওড়িশার প্রশাসনিক মহলে। মুখ্যমন্ত্রী ও তাঁর বাসভবনের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি চারিদিকে কড়া নজরদারি চালানো হচ্ছে। আর যে চিঠি পাঠিয়েছে ইতিমধ্যেই তাঁর খোঁজ চালানো হছে।

উড়ো চিঠির জেরে উত্তেজনা গোটা ওড়িশায়।আধিকারিকদের সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়িতে আসা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে যে নবীন পট্টনায়েককে খুন করার জন্য কয়েকজন সুপারি কিলার নিয়োগ করেছে নাগপুরের এক ব্যক্তি। ওই পেশাদার অপরাধীদের হাতে একে-৪৭ ও সেমি অটোমেটিক পিস্তল-সহ একাধিক অত্যাধুনিক অস্ত্র রয়েছে। তারা যে কোনও সময় হামলা চালাতে পারে।

Related Articles

Back to top button