অফবিটভাইরাল & ভিডিও

জল পান করছে ছোট্ট চিতা, ঝাঁপিয়ে চিতাকে গিলে খেল কুমির, ভাইরাল ভিডিও

Advertisement

এই পৃথিবীতে (World) এমন অনেক ঘটনা ঘটে, যা বাস্তবে ঘটলেও বিশ্বাস করা কঠিন। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর অতি সহজেই পাওয়া যায়। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন খবর অনেক অজানা তথ্য সকলের সামনে নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল (Viral) হওয়া ঘটনা জানান দেয় যে, পৃথিবীর বুকে এমন অনেক ঘটনা আছে যা আজও আমাদের অজানা। এমনই এক ঘটনা ঘটেছে আফ্রিকার বিয়ন্ড ফিন্ডা প্রাইভেট গেম রিজার্ভে, যা জানলে আপনি অবাক হবেন।

স্থলভাগের সিংহ ও বাঘ এদের দৌরাত্ম্য দেখা গেলেও জলেতে কুমিরের আধিপত্য বেশি লক্ষ্য করা যায়। আর এবার জলের কুমির ডাঙার এক চিতা শাবককে নিয়ে এমন একটি ঘটনা ঘটল, যা জানলে আপনি আঁতকে উঠবেন। আফ্রিকার বিয়ন্ড ফিন্ডা প্রাইভেট গেম রিজার্ভে নদীর ধারে জল খেতে গিয়েছিল একটি চিতা শাবক, আর তারপরেই ঘটে যায় এক নৃশংস ঘটনা। চিতা শাবকটির ওপর কার্যত ঝাপিয়ে পড়ে একটি কুমির আর এই মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, প্রায় ১৩ ফুট লম্বা একটি কুমির ছোট্ট চিতা শাবকের ওপরে ঝাঁপিয়ে পড়েছে। আসলে জলের মধ্যে নিজেকে লুকিয়ে শান্ত হয়ে অপেক্ষা করছিল কুমিরটি। আর জল খেতে গিয়ে তা ঘুণাক্ষরেও টের পায়নি চিতার বাচ্চাটি। যে মুহূর্তে মাথা নিচু করে চিতার বাচ্চা জল খাওয়া শুরু করে, ঠিক তখনই ঝড়ের গতিতে তাকে আত্মসাৎ করে কুমিরটি। আর এই দৃশ্যটি কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছিলেন দক্ষিণ আফ্রিকার ওয়াইল্ডআর্থ সাফারি গাইড বুসানি শালি। আর মুহূর্তের মধ্যেই ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়

Related Articles

Back to top button