বাড়িতে এসেছে জলের কল, আনন্দে মাথা ঠুকে প্রণাম বৃদ্ধার, ভাইরাল ভিডিও
এই পৃথিবীতে (World) এমন অনেক ঘটনা ঘটে, যা বাস্তবে ঘটলেও বিশ্বাস করা কঠিন। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর অতি সহজেই পাওয়া যায়। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন খবর অনেক অজানা তথ্য সকলের সামনে নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল (Viral) হওয়া ঘটনা জানান দেয় যে, পৃথিবীর বুকে এমন অনেক ঘটনা আছে যা আজও আমাদের অজানা। এমনই এক ঘটনা ঘটেছে অসমে যা জানলে আপনি অবাক হবেন।
অসমের এক বৃদ্ধা বাড়িতে জলের কল হওয়ায় আনন্দে সেই কলকে একেবারে মাথা নিচু করে, মাথা ঠুকে প্রণাম করলেন এবং ঈশ্বর যেন তার কথা শুনে তার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। আর তাই তিনি কৃতজ্ঞতাবশত এই কাণ্ড ঘটিয়েছেন। বৃদ্ধাকে দেখে মনে হবে বয়স ষাটের বেশি। আর দীর্ঘদিন ধরে বাড়িতে সরাসরি কোনও জল সরবরাহ না থাকার ফলে জলের কল হওয়ার আনন্দে তার এই কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।
কেন্দ্রীয় মন্ত্রী গাজেন্দ্র সিংহ এই ভিডিওটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অসমের এই দিদি বাড়িতে কলের জল পেয়ে মাথা নিচু করে প্রণাম করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জলপ্রকল্পের ফলে পাল্টে যাচ্ছে সাধারণ মানুষের দৈনিক জীবনযাত্রা। স্বাধীনতার পর থেকে সাধারণ মানুষ যে সব ন্যূনতম সুবিধাগুলি পাননি, সেটাই প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে তা সম্ভব হচ্ছে।’ তবে শুধু তিনি একাই নন, এর পাশাপাশি বিজেপিও নিজেদের ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছে, যা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।
https://www.instagram.com/reel/CJx_Zx3n4N_/?igshid=e63k31j5cw0q