বলিউডবিনোদন

করণ জোহরকে বিয়ের প্রস্তাব, মাঝরাতে শ্যুটিংয়ের সময় এই কাজ করে বসলেন পরিচালক

Advertisement

সম্প্রতি 9 ই জানুয়ারি ছিল বলিউডের বিখ্যাত ডান্স কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান (Farha khan)-এর 56 বছরের জন্মদিন। ফারহার জন্মদিনে তাঁর ও তাঁর বেস্ট ফ্রেন্ড প্রযোজক-পরিচালক করণ জোহর (Karan johar)-এর সম্পর্কে সামনে এলো চমকপ্রদ তথ্য।  কিছুদিন আগে ফারহার ভাই সাজিদ খান(sajid khan)-এর চ্যাট শো ‘ইয়াদোঁ কি বারাত’-এ এসেছিলেন করণ জোহর।  সাজিদ করণকে তাঁর বিয়ের পরিকল্পনার ব্যাপারে প্রশ্ন করতেই করণ একটি দারুণ ঘটনার কথা বলেন সাজিদকে।

সেই সময় স্কটল্যান্ডে চলছিল শাহরুখ খান (shahrukh khan) ও কাজল (kajal) অভিনীত ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শুটিং।  প্রযোজক ও পরিচালক হিসাবে এটি ছিল করণ জোহরের প্রথম ফিল্ম। ফিল্মের ডান্স কোরিওগ্রাফার ছিলেন ফারহা খান। সেই সময় ফারহা ভীষণ আগ্রহী ছিলেন করণের ব্যাপারে। শুটিং চলাকালীন একদিন রাতে ফারহা করণের ঘরে এসে বলেন, তাঁর ঘরে ভুত আছে। কিন্তু বুদ্ধিমান করণের বুঝতে অসুবিধা হয়নি।  ফারহাও এই কথা স্বীকার করে নিয়ে বলেন, এরপর তিনি অনেকবার করণকে বিয়ের প্রস্তাব দিলেও করণ রাজি হননি।

করণ বলেন, ফারহা তাঁকে বিয়ের প্রস্তাব দিলে তিনি বলেছিলেন, তাঁর টেকনিক্যাল সমস্যা রয়েছে।  আসলে তাঁর টিভির টাওয়ার ঠিক নেই। এই কারণে টিভিটা বন্ধ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এই কথা বলে হেসে ফেলেন করণ। পরবর্তীতে ফারহা ও করণের মধ্যে সুন্দর বন্ধুত্ব স্থাপিত হয়। ফারহার সঙ্গে বিয়ে হয় শ্রীষ কুন্ডের(srish kunder)-এর।  শ্রীষ-ও পেশায় ডান্স কোরিওগ্রাফার এবং ফিল্ম এডিটর। শ্রীষ ও ফারহার তিন সন্তান রয়েছে, দিভা(Diva), অন্যা(Anya), সিজার(sizar)। তারা যমজ। ফারহা খান ‘ট্রিপলেট’-এর জন্ম দিয়েছিলেন। এই মুহূর্তে ফারহা 1982 সালের সুপারহিট হিন্দি ফিল্ম ‘সত্তে পে সত্তা’-এর রিমেক নিয়ে ব্যস্ত।  এই ফিল্মটি প্রযোজনা করছেন রোহিত শেঠি (Rohit shetty)।

Related Articles

Back to top button