Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিয়ের মাত্র ৪ মাস, এরই মধ্যে চোখে জল নেহার, জানুন নতুন সম্পর্কে কী হল?

Updated :  Monday, January 11, 2021 8:48 AM

সম্প্রতি পূর্ণ হয়েছে গায়িকা নেহা কক্কর (Neha kakkar) ও গায়ক রোহনপ্রীত সিং (Rohanpreet singh)- এর বিয়ের চার মাস। বিয়ের চার মাস পূর্তি উপলক্ষ্যে রোহনপ্রীত ও নেহা শেয়ার করলেন তাঁদের প্রথম দেখা হওয়ার কথা। রোহনপ্রীত জানান, নেহার ম্যানেজমেন্ট থেকে ফোন করে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি নেহার একটি নতুন মিউজিক ভিডিওতে কাজ করবেন কিনা। উঠতি গায়ক রোহনপ্রীতের কাছে তারকা গায়িকা নেহা কক্করের সঙ্গে কাজ করার মতো সুবর্ণ সুযোগ আর কিছু ছিল না।  সেই মিউজিক ভিডিও ‘নেহু দা বেহা’ লিখেছিল রোহনপ্রীত ও নেহার ভাগ্য। নেহু দা বেহা’-র প্রোমো ইন্সটাগ্রামে শেয়ার করে নেহা লিখেছেন, রোহনপ্রীতকে নিজের জীবনে পেয়ে তিনি ভাগ্যবতী।

গত বছর 24 শে অক্টোবর দিল্লীর একটি গুরুদ্বারায়  ধর্মীয় নিয়ম অনুযায়ী বিয়ে করেন নেহা ও রোহনপ্রীত।  এরপর দিল্লিতেই হয় তাঁদের রিসেপশন। দিল্লির পর পঞ্জাবে হয় নেহা ও রোহনপ্রীতের দ্বিতীয় রিসেপশন।  তবে নেহার লাল রঙের লেহেঙ্গা চোলির ডিজাইন নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করা হয় নেহাকে।  নেটিজেনরা বলতে শুরু করেন, নেহা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের জন্য তৈরি লেহেঙ্গা চোলির ডিজাইন অনুকরণ করেছেন। বিয়ের কিছু দিন আগেই নেহা ও রোহনপ্রীত একটি মিউজিক ভিডিও তৈরী করেন।  ‘নেহু দা বেহা’ নামে এই মিউজিক ভিডিওটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

এর আগে নেহা অভিনেতা হিমাংশ কোহলির সঙ্গে সম্পর্কে ছিলেন।  কিন্তু হিমাংশ ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ আনেন নেহা। নেহা ও হিমাংশ-এর ব্রেক-আপ হয়ে যায়।  এরপর নেহা ও গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত্য নারায়ণের বিয়ের গুজব ছড়িয়ে পড়ে।  পরে আদিত্য ও নেহার একটি মিউজিক ভিডিও ইউটিউবে লঞ্চ হলে তাঁরা দুজনেই এই গুজবকে তাঁদের মিউজিক ভিডিওর প্রোমোশনের অংশ বলে জানান।  এর পরেই রোহনপ্রীত ও নেহার সম্পর্কের খবর প্রকাশ্যে আসে এবং তাঁরা দুজনে বিয়ে করেন। গায়ক উদিত নারায়ণ নেহা ও রোহনপ্রীতকে বিয়ের শুভেচ্ছা জানিয়েছেন। নেহা জানিয়েছেন, রোহনপ্রীতের পরিবার থেকে তিনি যথেষ্ট ভালোবাসা পেয়েছেন।