“চিন্তার কোন কারণ নেই, আমার উপরে ভরসা রাখুন আমি সবকিছু আগের মত করে দেবো।”বাগবাজারের সবাই দাঁড়িয়ে ক্ষতিগ্রস্তদের স্বস্তি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল অর্থাৎ বুধবার রাত্রিবেলা বাগবাজারের বস্তির বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে যায়। বহু মানুষকে নিজের ঘর হারিয়ে খোলা আকাশের নিচে দাড়াতে হয়।
সেইসব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি এদিন বলেছেন,”আমাদের প্রথম কাজ হলো আগুন নেভানো। সেই আগুন নিভে গেছে। তারপরে আপনাদের নিরাপদ স্থানে রাখা টা দরকার ছিল। আজ এই জায়গাটা পরিষ্কার করা হবে। আপনারা কোন চিন্তা করবেন না। কলকাতা পুরসভা আপনাদের জায়গা আগের মত করে দেবে। আপনারা বিপদে পড়েছেন। আমরা আপনাদের পাশে আছি। চিন্তার কোন কারণ নেই। আমরা সবকিছু আগের মত করে দেবো।”
সঙ্গে তিনি মেয়েদের জন্য কাপড়, ছেলেদের জন্য পোশাক, চাদর-কম্বল, এবং শিশুদের জন্য দুধ বিস্কুট নিয়ে হাজির হলেন। ফিরহাদ হাকিম (Firhad Hakim) এবং শশী পাঁজা (Shashi Panja) সম্পূর্ণ বিষয়টির তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন। আপাতত ক্ষতিগ্রস্তদের ঠাঁই হয়েছে বাগবাজার ওমেন্স কলেজে। পুলিশের তরফ থেকে প্রত্যেককে ৫ কেজি করে চাল ডাল পাঠানো হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভা ক্ষতিগ্রস্থদের পাশে আছে বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। এছাড়াও এই মানুষগুলির দায়িত্ব সরকারের, এদিন এই বার্তা দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।