লকডাউন এবং করোনা পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের প্রতি নির্ভরতা বেড়েছে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির। বেশ কয়েকটি ফিল্ম ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে রেকর্ডও ব্রেক করেছে। সুপারস্টারদের স্টারডম অনেকাংশে নির্ভরশীল হয়ে গেছে ওয়েব দুনিয়ার উপর। টলিউড ইন্ডাস্ট্রির তারকা প্রসেনজিৎ চ্যাটার্জি (Prasenjit chatterjee)-ও এর ব্যতিক্রম নন। এবার তিনি ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন।
তবে প্রসেনজিৎ নিজের স্টারডমের কথা মাথায় রেখে বিগ বাজেটের ওয়েব সিরিজের মাধ্যমে ডেবিউ করতে চলেছেন ওয়েব দুনিয়ায়। প্রসেনজিৎ অভিনীত ওয়েব সিরিজটি নির্মিত হবে বলিউড ইন্ডাস্ট্রিতে। এই ওয়েব সিরিজে প্রসেনজিৎ-এর বিপরীতে অভিনয় করবেন অদিতি রাও হায়দারি (Aditi Rao haydari)। প্রসেনজিৎ-এর চরিত্রটি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে জানা গেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowওয়েব সিরিজটির চিত্রনাট্য মূলতঃ তৈরী হচ্ছে স্বাধীনতা-পূর্ব যুগে ভারতে তৈরী প্রোডাকশন হাউজ ‘বম্বে টকীজ’-এর কাহিনী নিয়ে। হিমাংশু রাই (Himangshu Rai) ও দেবিকা রানী (Devika Rani)-র ‘বম্বে টকীজ’ ঘুরিয়ে দিয়েছিল ভারতীয় সিনেমার ভাগ্য। তৈরী হয়েছিল সিনেমার স্বর্ণযুগ। হিমাংশু রাই-এর চরিত্রে সম্ভবত প্রসেনজিৎ অভিনয় করবেন। চরিত্রটি সম্পর্কে প্রসেনজিৎ যথেষ্ট আশাবাদী।