নিউজপলিটিক্সরাজ্য

“কেবল মুখ নয়, দরকারে হাত ও চালাতে পারি”, ভোটের আগের আবারও হুঁশিয়ারি দিলীপ ঘোষের

মমতাকে (Mamata Banerjee) কটাক্ষ করে দিলীপের (Dilip Ghosh) বক্তব্য,"২৩ এ মে নবান্নে বসবেন গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীই।"

Advertisement

২১ এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পার্থী হয়ে দাঁড়াতে চলেছেন মুখ্যমন্ত্রী তঠা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে। সোমবার তিনি নিজের এই ঘোষণার পরই গেরুয়া শিবিরি তাকে নিশানা করেছে। এই বিষয়ে এইবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) চ্যালেঞ্জের সুরে বলেছেন,”কেবল সিট খুঁজতে নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন। আমাদের কোনও মুখ্যমন্ত্রী পদ প্রার্থী ঘোষণা করার দরকার নেই। জেনে রাখুন, ২৩ এ মে নবান্নে বসবেন গেরুয়া শিবিরের মুখ্যমন্ত্রীই।” এর পর আরও হুঁশিয়ারির সুরে বিজেপির রাজ্য সভাপতি বলেন,”লোকে আমাকে দুমুর্খ বলেন। শুধু মুখ কেন, প্রয়োজনে আমি হাত চালাতেও পারি।”

সোমবার নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোর জনসভার পালটা হিসেবে টালিগঞ্জ থেকে রাসবিহারি পর্যন্ত মহামিছিল করে রাজ্য বিজেপি। সামনের সারিতে ছিলে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ। মিছিল শেষে শাসক শিবিরের দিকে একের পর এক বাক্যবাণ নিক্ষেপ করেন বিজেপির নেতারা। নন্দীগ্রামে মমতাকে ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়েছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই সুরে সুর মিলিয়ে দিলীপ ঘোষ বলেন,”নবান্নে এইবার বিজেপির মুখ্যমন্ত্রীই বসবেন। ২৩ এ মে ফল প্রকাশের পরই সব বোঝা যাবে।”

এমনিতেই এই রাজ্যে বিজেপি নেতা, কর্মী- সমর্থকরা বেশি আক্রান্ত হচ্ছেন, এই মর্মে বারবার সরব হয়েছে গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব। নানা জায়গা এ বিষয়ে নালিশও জানিয়েছেন। তাঁদের কর্মীদের উপর আক্রমণ, হামলা হলে পালটা তাঁরাও হিংসার পথে যাবেন, এই হুঁশিয়ারিও বারবার শোনা গিয়েছে বিজেপি নেতাদের গলায়। সোমবার রাসবিহারির সভা থেকে ফের সেই আক্রমণের হুঁশিয়ারি দিলেন দলের রাজ্য সভাপতি। ভোট ময়দানে শুধু কথার লড়াই নয়, প্রয়োজনে তিনি হাত চালিয়েও লড়াই করবেন বলে হুমকি দিলেন দিলীপ ঘোষ। সবমিলিয়ে, একুশে বাংলা জিততে বিজেপি যে কোনও অস্ত্র প্রয়োগেই পিছপা হবেন না, সোমবার তা ফের বুঝিয়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি।

Related Articles

Back to top button