অরূপ মাহাত: আসন্ন পুজো মরশুমের আগে সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর। সপ্তম বেতন কমিশনের সুপারিশে বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন। সমগ্র দেশের ব্যাংকিং পরিষেবার সাথে যুক্ত কর্মচারীদের জন্য মহার্ঘ্য ভাতা বৃদ্ধির নির্দেশ দিয়েছে ইন্ডিয়ান ব্যাংকস এসোসিয়েশন, এমনটাই দাবি বিভিন্ন সংবাদ মাধ্যমের। ৩.৬ শতাংশ মহার্ঘ্য ভাতা বৃদ্ধি পেতে পারে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এই বৃদ্ধি আগস্ট-অক্টোবর কোয়ার্টারের জন্য। ফলে সেপ্টেম্বর মাসের বেতনের সাথে এই অতিরিক্ত বেতন তোলার সুযোগ পাবেন ব্যাংক কর্মচারীরা।
এর ফলে এক ধাক্কায় অনেকটাই বাড়তে চলেছে সরকারি কর্মীদের বেতন। বেতন বৃদ্ধির দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন সরকারি কর্মীরা। এবার তাদের জন্য খুশির খবর। জানা গেছে, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে দ্বিতীয় মোদী সরকার।
সূত্রের খবর, সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে এ বিষয়ে মন্ত্রীসভার বৈঠক ডেকেছেন মোদি। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কর্মচারীদের ডিএ বৃদ্ধির ব্যাপারে। তবে ৫-১০ শতাংশ ডিএ বৃদ্ধির কথা শোনা গেলেও, আপাতত ৪-৫ শতাংশ ডিএ বাড়ানো হতে পারে বলে জানা গেছে। তাই পুজোর আগে আরও একবার খুশির আমেজ সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারী মহলে।