অসাধারন প্রতিভা! নিজের হাতে তবলা বাজিয়ে গান করলো ক্ষুদে শিল্পী, তুমূল ভাইরাল ভিডিও
নিত্যদিন আমাদের জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে।
নিত্যদিন আমরা কিছু না কিছু নতুন ঘটনার সাক্ষী ঘরে বসেই।এই সোশ্যাল মিডিয়ায় নানান রকমের ঘটনার সাথে সাথে আমরা সাধারন মানুষের এমন অনেকই সুপ্ত প্রতিভার সন্ধান পাচ্ছি যা তার জীবনকে অন্য মাত্রায় নিয়ে যেতে সাহায্য করে।এখনকার বাস্তব জীবনে যে ব্যস্ততা এবং নিজেকে শীর্ষে পৌঁছানোর জন্যে যে প্রতিযোগিতা তার জন্য নিয়ত লড়াই করে চলেছি আমরা সকলেই, এই ব্যস্ততা থেকেই নিজের মনকে কিছুটা মুক্ত করার জন্য আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হই। বিভিন্ন ঘটনার সাথে সাথে নানা রকম মানুষের নানারকম প্রতিভা নাচ-গান আঁকা ইত্যাদি সব রকমের প্রতিভার ই ঝালক আমরা দেখতে পাই।
৮-৮০ সবাই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাস্ত। আগের মত দিন আর নেই। মা কাকিমার হাতে রান্না শেখার চেয়ে ইউ টিউব এ রান্না শেখার চল এখন অনেক বেশি। শুধু মাত্র রান্না নয়, যেকোনো কাজেই এখন সোশ্যাল মিডিয়া অনেক এগিয়ে। এর জন্য কত নিত্ত নতুন ঘটনা আমাদের চোখের সামনে আসে। বিভিন্ন প্রতিভা আমরা দেখতে পাই। এরম একটা ছোট্ট শিশুর ভিডিও ভাইরাল হয়েছে। কি অসাধারণ তার ক্ষমতা। তার এক অদ্ভুত তবলা বাজানোর ক্ষমতা আছে। সেখানে দেখা যাচ্ছে সেই বাচ্চাটি নিজের মনে গান করে তবলা বাজাচ্ছে।
শিশুটি মনের আনন্দে গান গেয়ে তবলা বাজাচ্ছে, কি গান করছে সেটা অস্পষ্ট কিন্তু সেই গানের মধ্যে যে আনন্দ আছে সেটা নিয়ে কোনো সংশয় নেই। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। প্রায় ৫ মিলিয়ন মানুষের কাছে পৌঁছে গেছে এই ভিডিও। সে যেনো তার জীবনের পথে আরো এগিয়ে যেতে পারে সেই আশীর্বাদ করেছেন অনেকে।