জার্মানি: সবাই একসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose)-র জন্মদিবস পালন করলেই ভাল। তবে তাঁকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ‘প্রতিযোগিতা’ও থাকবে। তবে এমনটা না করা হলেই ভাল। এমনই মত তাঁর কন্যা অনীতা বসু পাফের (Anita Bose Puff)।
এদিন তাঁর কথাতে পরিষ্কার তিনি এ দেশে এবং রাজ্যের রাজনীতির ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল। তবে নেতাজিকে দেশে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি বলে অক্ষেপ করেন তিনি। জার্মানি থেকে তিনি জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদিরা নিজেদের মতো করে নেতাজির জন্মজয়ন্তী পালন করার চেষ্টা করেছেন। প্রত্যেকেই নিজেদের মতো করে নেতাজির প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেছেন। সেই দিক থেকে আমি বলব, যদি তাঁকে নিয়ে রাজনীতি না-করে এক ছাতার তলায় এসে এই জন্মজয়ন্তী পালন করা যেত, তাহলে সেটা ভাল হত। তবে যেটা হযেছে, তাতে বাবার জন্মজয়ন্তী পালন করার প্রয়োজন ছিল না।’
নেতাজিকে নিয়ে কংগ্রেসের সমালোচনাও করেন তিনি। তাঁর মতে, ‘সুভাষচন্দ্রের সঙ্গে কার্যত একটা প্রতিযোগিতায় নেমেছিল নেহেরু পরিবার। নেতাজি দেশকে অনেক কিছু দিয়েছেন। আজ যখন লড়াই দেখছি, কোনও খারাপ কিছু দেখছি না। কংগ্রেস নেতাজির অনেক গুণমুগ্ধ ছিলেন। নেতাজি এবং গান্ধীজির মধ্যে অনেক ফারাক ছিল। তবুও তাঁরা স্বাধীনতা সংগ্রামীদের মতো সম্মান পাননি।’ এভাবেই নিজের আক্ষেপ তুলে ধরেন নেতাজি-কন্যা।