কলকাতানিউজ

সপ্তাহের শুরুতেই শহরে ফের অগ্নিকাণ্ড! বিধ্বংসী আগুনে ভস্মীভূত নারকেলডাঙার বহু ঝুপড়ি

Advertisement

কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড।নারকেলডাঙায় (Narkeldanga) বিধ্বংসী আগুনে ভস্মীভূত বহু ঝুপড়ি। আজ, সোমবার (Monday) সকালেই  নারকেলডাঙার ঝুপড়িতে আগুন লাগার মতোন ঘটনা ঘটে। আর এই আগুন লাগার ফলেই ২৫-৩০টি ঝুপড়ি পুরোপুরি ভস্মীভূত বলে খবর। আগুন নেভাতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৫টি ইঞ্জিন। এখনই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

জানা যায়, সোমবার সকালেই নারকেলডাঙার ছাগলপট্টির ঝুপড়িতে আগুন লাগে। ফলে এলাকা ঘিঞ্জি হওয়ায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একেবারে থানার উলটোদিকে ঘটনাটি ঘটায়, দ্রুত চলে আসেন স্থানীয় পুলিশ আধিকারিকরাও। এরপরই খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। এরপরই আগুণ নিয়ন্ত্রণের কাজও শুরু হয়। আগুন নেভানোর কাজে এগিয়ে আসেন স্থানীয়রাও।

শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন মোটামুটি নিয়ন্ত্রণেও চলে এসেছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগুন লাগার ঘটনার খবর পেয়েও দেরিতেই আসে দমকল। আর সেকারণেই আগুন ছড়িয়েও পড়ে। প্রাথমিকভাবে যে ঝুপড়ি গুলিতে আগুন লাগে, সেগুলো পুরোপুরি ভস্মীভূতও হয়ে যায়। আর এই নিয়ে চাপা ক্ষোভ দেখা যায় স্থানীয়দের মধ্যে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দমকলের আধিকারিকরা। তবে কি কারণে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। ইতিমধ্যে গোটা বিষয়টি জানানো হয়েছে কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিমকে। প্রাথমিক সন্দেহে অনুমান, শট-শার্কিট থেকেই কোনওভাবে আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তবে পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Related Articles

Back to top button