নিউজরাজ্য

রেড রোডে অনুষ্ঠিত হল প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান, উপস্থিত মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল

করোনা পরিস্থিতি চলার কারণে এ বছর খুব একটা জাঁকজমকপূর্ণভাবে সমাবেশ করা যায়নি।

Advertisement

দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করে এদিন রেড রোডে পালিত হয়ে গেল ৭২ তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। তবে করোনা পরিস্থিতি চলার কারণে এ বছর খুব একটা জাঁকজমকপূর্ণভাবে সমাবেশ করা যায়নি। কাটছাঁট করা হয়েছে অনেক অনুষ্ঠান। সামাজিক দূরত্ব মেরে কুচকাওয়াজ অনুষ্ঠান করলেন সেনা জওয়ানরা। তবে উল্লেখযোগ্যভাবে, এবারের রেড রোডের সমাবেশে সর্বসাধারণের প্রবেশ ছিল একেবারে নিষিদ্ধ।

পতাকা উত্তোলনের সময় এদিন দর্শকশূন্য অনুষ্ঠানের সূচনা করলেন রাজ্যপাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গুটিকয়েক অতিথি। সৌজন্য বিনিময় পরে পতাকা উত্তোলন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar)। কলকাতা পুলিশের বেশ কয়েকটি বিভাগ প্রত্যেক বারের মতো এবারেও রেড রোডের কুচকাওয়াজে অংশ গ্রহণ করল।গুড সবার পুলিশের কুচকাওয়াজ অন্যতম নজরকাড়া বিষয়ের মধ্যে একটি ছিল।

এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose) ছবিতে সাজানো হয়েছিল ট্যাবল। এটা সহ ২১টি ট্যাবলো এদিন নামানো হয়েছিল রেড রোডে। এখানে রাজ্যের একাধিক প্রকল্পের কথা তুলে ধরা হয়েছিল। রাজ্য সরকারের জনকল্যাণমূলক উদ্যোগ দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধানের ট্যাবল। টুইটে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) লিখলেন, ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্ব – সংবিধানে উল্লেখিত এই আদর্শকে রক্ষা করার জন্য এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। প্রজাতন্ত্র দিবসে সকল ভারতবাসীকে অভিনন্দন জানাই।

উল্লেখ্য, আজকের কুচকাওয়াজ রাজ্য সরকার নেতাজি সুভাষচন্দ্র বসু কে উৎসর্গ করেছে। প্রসঙ্গত, দিল্লির রাজপথে এদিন শোভা পেয়েছিল বাংলার সবুজ সাথী প্রকল্পের একটি ট্যাবল। পাশাপাশি মেয়েদের শিক্ষার প্রসারে পশ্চিমবঙ্গের ভূমিকা ধরা পড়েছিল দিল্লির প্যারেডে। তার সাথে ছিল রবীন্দ্র সংগীত – ‘আমরা নূতন যৌবনেরই দূত’।

Related Articles

Back to top button