কলকাতানিউজরাজ্য

টিকাকরণ চলছে সুষ্ঠুভাবে, কিন্তু নবম দিনে এক ধাক্কায় টিকাকরণের হার কমলেও ১০ শতাংশ

Advertisement

কলকাতা: দেখতে দেখতে করোনা টিকাকরণ (Corona Vaccination) এক সপ্তাহ পার করে দিয়েছে। গতকাল, বৃহস্পতিবার (Thursdsy) ছিল টিকাকরণের নবম দিন। সবদিক থেকে দেখলে সুষ্ঠুভাবেই অন্যান্য দিনের মতো এদিনও টিকাকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু এক ধাক্কায় গতকাল টিকাকরণের হার ১০ শতাংশ কমে গিয়েছে। যেই হারটা ছিল বুধবার (Wednesday) ৮০ শতাংশ, ২৪ ঘণ্টার মধ্যে এক ধাক্কায় সেটা ১০ শতাংশ কমে বৃহস্পতিবার দাঁড়িয়েছে ৭০ শতাংশ। কেন এমন হল? বিশদে কারণ খুঁজছেন স্বাস্থ্যকর্তারা। যোদিও স্বাস্থ্যভবনের তরফ থেকে দাবি করা হয়েছে যে, পরিসংখ্যান ছিল সন্তোষজনক।

এর পাশাপাশি স্বাস্থ্যভবন এদিন দাবি করেছে যে, টিকাকরণের পর পার্শ্বপ্রতিক্রিয়ার সংখ্যাও কম হয়েছে। আটজন পার্শ্বপ্রতিক্রিয়ার অভিযোগ জানালেও শেষমেশ মাত্র একজনকেই মৃদু পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য পর্যবেক্ষণ করা হবে বলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই স্বাস্থ্যকর্মী উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি রয়েছে খবর পাওয়া গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে, গতকাল অর্থাৎ টিকাকরণের নবম দিনে নথিভূক্ত ছিল ৪২ হাজার নাম। যদিও টিকা নিতে হাজির হন ১৯ হাজার ১৭৭ জন। যেখানে নথিভূক্ত ব্যক্তির সংখ্যা ৪২ হাজার, সেখানে টিকা নেওয়ার সংখ্যাটা এত কম কী করে হল, তা পর্যালোচনা করছেন স্বাস্থ্যকর্তারা।

Related Articles

Back to top button