ইন্দোরে ছুরি দিয়ে কুপিয়ে গৃহবধূকে খুন! ঘটনার তদন্তে পুলিশ

ইন্দোর: নির্মমভাবে ছুরি দিয়ে কুপিয়ে খুন! ঘটনাস্থল ইন্দোরের (Indore) লাসুদিয়া থানা এলাকা। সেখানে এক মহিলাকে নির্মমভাবে ছুরি কুপিয়ে খুন করার ঘটনা সামনে এসেছে। নিহতের নাম প্রিয়া আগরওয়াল (Priya Agarwal)। বছর…

Avatar

ইন্দোর: নির্মমভাবে ছুরি দিয়ে কুপিয়ে খুন! ঘটনাস্থল ইন্দোরের (Indore) লাসুদিয়া থানা এলাকা। সেখানে এক মহিলাকে নির্মমভাবে ছুরি কুপিয়ে খুন করার ঘটনা সামনে এসেছে। নিহতের নাম প্রিয়া আগরওয়াল (Priya Agarwal)। বছর ২৬-এর প্রিয়াকে প্রকাশ্যে বাজারে (Market) কুপিয়ে খুন করা হয়। এক যুবক গাড়ি করে এসে এলোপাথাড়ি কোপাতে থাকে ওই যুবতীকে। গোটা ঘটনাই সিসিটিভিতে (CCTV) ধরা পড়েছে।

তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রিয়া ওই যুবককে আগে থেকে চিনত। সেদিন ওই এলাকায় দুজনের দেখা করার কথা ছিল। সেখানেই দুজনের মধ্যে কোনও কিছু নিয়ে বচসা হয়। জানা গিয়েছে, ওই গৃহবধূ কিছু একটা কিনতে নিজের মেয়েকে নিয়ে বাজার এলাকাটিতে এসেছিলেন। তখনই ওই যুবক এলোপাথাড়ি কুপাতে থাকে তাকে। প্রিয়ার স্বামী একটি বেসরকারী সংস্থায় চাকরি করেন এবং ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের সন্ধান করা হচ্ছে।