Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মেয়েকে নিয়ে তিরুপতিতে কণীনিকা, দান করলেন মেয়ের মাথার চুল

Updated :  Friday, January 29, 2021 9:21 PM

সম্প্রতি মেয়ে অন্তঃকরণা (Antahkarana) এবং স্বামী সুরজিত হরি(surajit hari) কে নিয়ে তিরুপতি গিয়েছিলেন অভিনেত্রী কণীনিকা ব্যানার্জী (koneenica Banerjee)। সেখানে মানত অনুযায়ী দেড় বছরের অন্তঃকরণা বা কিয়ার চুল দান করলেন কণীনিকা। দক্ষিণ ভারতের তিরুপতি তিরুমালা মন্দির অত্যন্ত জাগ্রত। এই মন্দিরে অনেকেই নিজের চুল দান করেন। মুন্ডিতমস্তক কিয়ার ছবি নির্দ্বিধায় সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার মা কণীনিকা। যথারীতি একরত্তি কিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এছাড়াও মুন্ডনের পরে বাবার কোলে ছোট্ট অভিমানী কিয়ার একটি ভিডিও শেয়ার করেছেন কণীনিকা।

তিরুপতি তিরুমালা মন্দিরের আরও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কণীনিকা। ছবিগুলিতে কণীনিকার পরনে রয়েছে সাদা রঙের কেরালা কটন শাড়ি যার পাড় সোনালি। এছাড়া কণীনিকা হাতে পরেছেন শাঁখা-পলা ও নোয়া এবং সিঁথিতে সিঁদুর ও কপালে টিপ। কণীনিকার স্বামী সুরজিতের পরনে রয়েছে সাদা রঙের পাঞ্জাবি-পাজামা। কিয়ার পরনে ছিল সাদা ধোতি ও কুর্তি। তবে তার সাথেই কণীনিকা তাকে ফারের হুডি সোয়েটার পরিয়ে দিয়েছিলেন যাতে কিয়াকে একটি মিষ্টি খরগোশের মতোই লাগছিল।

2017 সালে পরিচালক সুরজিত হরির সাথে বিয়ে হয় কণীনিকার। 2019-এর মাঝামাঝি জন্ম হয় কিয়ার। বিয়ের পরেও সমানতালে অভিনয় করে চলেছেন কণীনিকা। পরিচালক জুটি শিবপ্রসাদ(shibaprasad) – নন্দিতা (Nandita) শিবিরের বিখ্যাত মুখ তিনি। বাংলা ফিল্ম ‘হামি’-তে নজর কেড়েছে কণীনিকার অভিনয়। ‘মুখার্জীদার বৌ’ ফিল্মে কণীনিকা প্রমাণ করে দিয়েছেন, একটি ফিল্ম একাই টেনে নিয়ে যেতে পারেন তিনি।