দেশনিউজপলিটিক্স

কৃষকদের আটকাতে রাস্তায় পোঁতা হয়েছে পেরেক, দেওয়া হয়েছে কাঁটাতার, মোদি সরকারের তুলোধোনা করে টুইট রাহুল-প্রিয়াঙ্কার

Advertisement

নয়াদিল্লি: পেরিয়ে গিয়েছে দু মাসেরও বেশি সময়। তবুও আজও কৃষক আন্দোলন একইভাবে অব্যাহত রয়েছে। ঝরেছে অনেক রক্ত, চলে গিয়েছে অনেক প্রাণ। তবুও কৃষকরা (Farmers) নিজেদের দাবিতে একইভাবে অনড়। উলটোদিকে থাকা কেন্দ্রীয় সরকার (Central Govt) তাদের দাবি থেকে এক ইঞ্চি সরতে নারাজ। সব মিলিয়ে দু মাস পেরিয়ে গেলেও রাজধানী দিল্লির (Delhi) অবস্থা এখনও উত্তপ্ত। আর এর মধ্যে কৃষক আন্দোলনকে রুখে দেওয়ার জন্য যে ঘটনা ঘটানো হল দিল্লি পুলিশের (Police) পক্ষ থেকে, তা যথেষ্ট উদ্বেগজনক। কৃষকদের রুখতে রাজধানীর রাস্তায় গড়ে তোলা হল কংক্রিট। ব্যাথা দেওয়ার জন্য রাস্তায় পোঁতা হয়েছে অসংখ্য পেরেক। দেওয়া হয়েছে কাঁটাতারও। যেন এক টুকরো সীমান্ত উঠে এসেছে দিল্লির বুকে। আর এবার কেন্দ্রীয় সরকারের এই ক্রিয়া-কলাপের পরিপ্রেক্ষিতে মোদি সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) একহাত নিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Badhra)।

সোনিয়া-কন্যা সরাসরি টুইটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে কটাক্ষ করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীজি কি কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন?’ এরপরই কার্যত প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মোদি সরকারের তুলোধনা করেছেন রাহুল। তিনি টুইটারে লিখেছেন, ‘সেতু তৈরি করুন, দেওয়াল নয়।’ ভাই-বোনের এই কটাক্ষে ভরা টুইট সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, প্রজাতন্ত্র দিবসের দিন কৃষকদের ট্রাক্টর মেশিকে ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিল্লি। কুচকাওয়াজের আগেই দিল্লি পুলিশের শর্ত লঙ্ঘন করে নিজেদের ট্রাক্টর মিছিল শুরু করে দিয়েছিল আন্দোলনরত কৃষকরা। যার ফলে হরিয়ানা থেকে সিঙ্ঘু সীমান্ত সর্বত্র কাঁদানে গ্যাস থেকে লাঠিচার্জ, গুলি ছুঁড়তে থাকে পুলিশ। যার ফলে প্রাণ যায় এক কৃষকের। সেই রেশ এখনও কাটেনি ঠিকমতন দিল্লিতে। আর তার মধ্যেই শনিবার কৃষকদের এই চাক্কা জ্যাম কী আকার নিতে চলেছে, এখন সেটাই দেখার।

Related Articles

Back to top button