ক্রিকেটখেলানিউজ

ইংল্যান্ড সিরিজের জন্য ফিট, টুইট করে নিজেই জানালেন কে এল রাহুল

Advertisement

কবজিতে চোটের কারণে অস্ট্রেলিয়া (Australia) সিরিজ়ের মাঝ পথেই দেশে ফিরতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান কে এল রাহুলকে (K L Rahul)। তবে আপাতত একেবারে সুস্থ হয়ে উঠেছেন তিনি। আজ, মঙ্গলবার (Tuesday) সাফ জানিয়ে দিলেন যে, ইংল্যান্ডের (England) বিরুদ্ধে দেশের মাটিতে খেলার জন্য তিনি একেবারে প্রস্তুত।

২৮ বছর বয়সি রাহুল ওয়ানডে এবং টি-২০ সিরিজ়ে ভারতীয় ক্রিকেট দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিলেন। কিন্তু, প্রথম দুটো টেস্ট ম্যাচে তিনি খেলার সুযোগ পাননি। মেলবোর্নে যাও বা মনে করা হচ্ছিল যে তিনি হয়ত খেলতে পারেন, কিন্তু বাঁ হাতে কবজিতে চোটের কারণে সব সম্ভাবনাই শেষ হয়ে যায়। বাকি দুটো ম্যাচে খেলারও আর উপায় ছিল না।

এরপর দেশে ফিরে আসেন রাহুল। চোট সারানোর জন্য তিনি বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) যান।

রাহুল তাঁর নিজের টুইটার হ্যান্ডলে লিখেছেন, “খুব ভালোভাবে যে রিহ্যাবটা শেষ করতে পেরেছি, এটা ভেবেই খুব ভালো লাগছে। আমি আবারও ফিট হয়ে উঠেছি। নিজেকে পুরোপুরি সুস্থ দেখার চেয়ে বেশি আনন্দ আর কিছুতে থাকতে পারে না। দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে দেশে ফেরাটা সবসময়ই আনন্দদায়ক হয়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা যথেষ্ট সম্মানের একটা ব্যাপার। আমি আপাতত ঘরোয়া সিরিজ়ের দিকে তাকিয়ে রয়েছি।”

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে দুটো অর্ধশতরান করেছেন রাহুল। আগামী ৫ তারিখ থেকে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। রাহুলকে প্রথম দুটো টেস্ট ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট দলে নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button