বীরভূম: এমন এক ঘটনা, যার জন্য গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বীরভূম (Birbhum)-এর রামপুরহাট (Rampurhat) থেকে উদ্ধার হয়েছে ২৪ হাজার ডিটোনেটর (Detonator)। বৃহস্পতিবার ভোরের এই ঘটনায় এলাকায় শোরগোল ফেলে দিয়েছে। ভোটের আগে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার চিন্তায় ফেলেছে পুলিশ- প্রশাসনকে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়ি থেকে ওই বিশাল পরিমাণ ডিটোনেটর উদ্ধার করেছে করা হয়েছে। চকোলেটের বাক্সে সেগুলো রাখা ছিল। পুলিশ খবর পেয়ে একটি গাড়িকে আটক করে সেটিকে। যেটি আসানসোল থেকে রামপুরহাট (Rampurhat)-এর দিকে আসছিল।
আটক করার পর গাড়িটি তল্লাশি চালানো হয় এবং দেখা যায় বাক্সে থরে থরে সাজানো রয়েছে ডিটোনেটর। একটা দুটো নয় ২৪ হাজার। আর এই ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছে পুলিশের। কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাঠানো হচ্ছিল, সে ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। কিন্তু এ ঘটনা নিঃসন্দেহে পুলিশকে চিন্তায় ফেলেছে।
গাড়িটিকে আটক করার পর চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তখন তার বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করা যায়। গাড়িটি আসানসোলের আর চালকের নাম যশপাল সিং বলে জানা গিয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আসানসোল থেকে রামপুরহাট যাওয়ার সময় সবথেকে বেশি যে রাস্তাটি ধরা হয়, সেটি পানাগড় এবং সিঁউড়ি হয়ে আসে। কিন্তু ওই গাড়িটি সেই রুট ব্যবহার করেন সেটি রামপুর আসানসোল থেকে রামপুরহাট এসেছে পড়শি রাজ্যে ঝাড়খণ্ডের পাহাড়ি রাস্তা ধরে। আর এই বিষয়টি ভাবাচ্ছে পুলিশকে। কেন অন্য পথে আনা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ডিটোনেটর সাধারণত পাথর খাদানে ব্যবহার করা হয়। খাদান ভাঙার সেগুলি কাজে লাগানো হয়। ওঅ এলাকায় এমন খাদানও রয়েছে। আর এইগুলো ব্যবহার করার জন্য লাইসেন্স লাগে। তবে ভোটের আগে এই ঘটনায় চাঞ্চল্য ফেলেছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দেখা হচ্ছে, এগুলো কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। এবং কোন কাজে ব্যবহার করার জন্য সেগুলো আনা হচ্ছিল, তা-ও দেখা হচ্ছে।