Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দল বিরোধী মন্তব্যের জের, কানাইয়া কুমারকে সতর্ক করল তাঁর নিজের দল

Updated :  Thursday, February 4, 2021 5:35 PM

নয়াদিল্লি: এবার দলের অন্দরেই প্রশ্ন মুখে পড়লেন, সিপিআই (CPI) নেতা কানাইয়া কুমার (Kanhiya Kumar)। দলবিরোধী মন্তব্যের জের এবং তাঁর সমর্থকদের উদ্ধত আচরণের অভিযোগে কানাইয়াকে সর্তক করল তাঁরই দল। জেএনইউয়ের (JNU) ছাত্র সংসদের CPI-এর প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে রীতিমতো প্রস্তাবও পেশ করেছে তাঁর দল। গত ২৮ থেকে ৩১ জানুয়ারি (January) পর্যন্ত হায়দরাবাদে (Hydrabad) সিপিআইয়ের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল।

আর সেখানেই কানহাইয়া কুমারকে নিয়ে রীতিমতো সরগরম হয়ে ওঠে। ফলে কানাইয়ার আচরণ নিয়ে ডি রাজা-সহ সিপিআইয়ের কেন্দ্রীয় নেতারা অনেকেই অসন্তুষ্ট। আসলে সম্প্রতি একাধিক বিতর্কিত কারণে শিরোনামে এসেছেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা। একে তো সরাসরি দলের বিরুদ্ধে তিনি তোপ দেগেছেন। তার উপর তাঁর সমর্থকরা সম্প্রতি দলেরই এক নেতার বিরুদ্ধেও চড়াও হয়েছেন।

তাদের অভিযোগ, গত ১ ডিসেম্বর কানহাইয়া তাঁর দলবল নিয়ে দলীয় কার্যালয়ে ঢুকে নিজেরই দলের নেতা ইন্দু ভূষণকে মারধর করেছেন। স্রেফ দলের একটি বৈঠক পিছিয়ে যাওয়ার খবর জানানো হয়নি বলে, কানহাইয়ার সমর্থকরা দলের ওই পদাধিকারীকে মারধরের পাশাপাশি দলীয় কার্যালয়ে ভাঙচুরও করেছেন। যদিও, কানহাইয়া পরে দাবি করেছেন, সেদিনের ঘটনা তাঁর উপস্থিতিতে ঘটেনি। নিজের অনুগামীদের আচরণের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। এছাড়াও এদিন সিপিআইকে ‘কনফিউশন পার্টি অফ ইন্ডিয়া’ নামে কটাক্ষ করেন।