নয়াদিল্লি: ক্রেডিট পলিসি ঘোষণা করলেন রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। নয়া নীতিতে সুদের হারে কোনও পরিবর্তন আসেনি। তবে মানুষের সুবিধার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। প্রসঙ্গত, রাজকোষে ঘাটতি কম করাই এখন প্রধান লক্ষ্য আরবিআই-এর। এই পরিস্থিতিতে এবার সুদের হারে কোনওরকম পরিবর্তন আসবে না বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা। সাধারণ বাজেটের (Budget) পর প্রথমবার ক্রেডিট পলিসির সমীক্ষা করল আরবিআই।
এবার এক নজরে দেখে নিন, আরবিআই গভর্নরের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি।…
১. সুদের হার অপরিবর্তিত
সুদের হারে কোনও পরিবর্তন আসেনি। অর্থাত রেপোরেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশই থাকছে।
২. সমস্ত শাখায় CTS
এবার থেকে সমস্ত ব্যাঙ্কের প্রতিটি শাখায় লাগু হচ্ছে CTS পদ্ধতি। বর্তমানে প্রায় ১৮ হাজার শাখায় এই সুবিধা নেই।
৩. ছোট বিনিয়োগকারীরাও খুলতে পারবেন গিল্ট অ্যাকাউন্ট
এবার থেকে ছোট বিনিয়োগকারীরাও রিজার্ভ ব্যাঙ্কে গিল্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন, এমনটাই জানালেন গভর্নর শক্তিকান্ত দাস। ছোট বিনিয়োগকারীরাও এখন থেকে প্রাইমারি ও সেকেন্ডারি সরকারি বন্ডে বিনিয়োগ করতে পারবেন। এর ফলে ছোট বিনিয়োগকারীরা নিশ্চিত আয়ের সবচেয়ে সুরক্ষিত বিকল্পে বিনিয়োগের সুযোগ পাবেন।
৪. ২৪ ঘণ্টার হেল্পলাইন
জিজিটাল পেমেন্ট পরিষেবায় সমস্ত সমস্যা সমাধানের জন্য অপারেটার্সদের ২৪x৭ হেল্পলাইন চালু করার কথা বলেছে রিডার্ভ ব্যাঙ্ক।
৫. এক দেশ এক লোকপাল
রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, বর্তমানে NBFC ও PPIs- এর জন্য ৩টি পৃথক লোকপাল রয়েছে। যার জন্য ২২টি লোকপাল অফিসও বানিয়েছে আরবিআই। এবার সবকটিকে একত্রিত করতে ‘এক দেশ এক লোকপাল’ ব্যবস্থার চেষ্টা হবে।
৬. দুই সংখ্যায় অর্থ ব্যবস্থা
২০২১-২২ অর্থবর্ষে জিডিপি ১০.৫ শতাংশ বাড়তে পারে বলে মনে করছে আরবিআই। রিজার্ভ ব্যাঙ্ক বলছে, কোভিড ভ্যাকসিনেশন অভিযান শুরু হওয়ায় অর্থনীতিতে গতি আসবে।
৭. মৃল্যবৃদ্ধি হবে
২০২১-২২ অর্থ বর্ষের প্রথম ৬ মাসে খুচরো মুদ্রাস্ফীতি ৫ থেকে ৫.২ শতাংশ পর্যন্ত হতে পারে বলে মনে করছে আরবিআই। এটি আগে ছিল ৪.৬ থেকে ৫.২ শতাংশ।
৮. রিয়েল এস্টেটে উন্নতি
আরবিআই-এর গভর্নর জানান ধীরে ধীরে গৃহ বিক্রির পরিস্থিতিতে উন্নতি হচ্ছে এবং মানুষের খরচ করার সামর্থ্য তৈরি হচ্ছে।
৯. CRR বাড়বে
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে ক্যাশ রিজার্ভ রেশিও বা CRR-এ কোনও পরিবর্তন আনা হয়নি। তবে পরবর্তী ২ ধাপে একে বাড়িতে ৪ শতাংশ করা হবে। ২৭ মার্চের মধ্যে ৩.৫ শতাংশ এবং ২২ মে-এর মধ্যে ৪ শতাংশ করা হবে।
১০. সমবায় ব্যাঙ্কগুলিকে মজবুত করা হবে
সমবায় ব্যঙ্কগুলিকে আরও শক্তিশালী করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হবে বলে জানান শক্তিকান্ত দাস।