গ্রামের ক্ষেতে ঘুড়ে বেড়াচ্ছে হিংস্র চিতা বাঘ, তারপর যা হল… দেখুন ভাইরাল ভিডিও
আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব বেড়ে চলেছে। মানুষ এটি এমন একটি প্লাটফর্ম হিসেবে ধরে নিয়েছে যার মাধ্যমে সারা বিশ্বের কাছে নিজেকে এবং নিজের প্রতিভাকে তুলে ধরতে সক্ষম হয়। যত দিন যাচ্ছে ততই মানুষ যেন আরো বেশি এই ডিজিটাল দুনিয়ার ওপরে নির্ভর হয়ে পড়ছে। টেলিভিশনের থেকে এখন বেশি জনপ্রিয় বিনোদনের জায়গা হল সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ভাইরাল ভিডিও এখন মানুষের কাছে বিনোদনের একমাত্র মাধ্যম।
আমাদের জীবন সামাজিক মিডিয়া ছাড়া স্থবির হয়ে পড়েছে। আমরা ব্যস্ত দিনের মাঝে একটি মুহুর্ত বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় নির্ভর করি। সামাজিক যোগাযোগ মাধ্যমের দ্বারা ছোট-বড় বিভিন্ন সংবাদ আমাদের কাছে এসে পৌঁছায়। আমরা দেখতে পাই বিভিন্ন ভিডিও যা আমাদের অনুপ্রেরণা যোগায় আবার কিছু ভিডিও অবাক করে তোলে।
https://www.facebook.com/sarpmitra.akash25/videos/768002977407815/
সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয় এক ভিডিও যেখানে দেখা যায়, একদম রাস্তার ধারে ক্ষেতের মধ্যে ঘুরে বেড়াচ্ছি চিতাবাঘ। আসলে চাষের জমিতে শুয়োর কে ধরার জন্য ট্র্যাপ ফাঁদা হয়েছিলো আর সেখানেই ফেঁসে যায়,একটি চিতা বাঘ। সেখানে অসংখ্য লোকের ভিড় জমেছে সেই চিতা বাঘ কে দেখার জন্য। আপাতত কিছু সময়ের জন্য থাকে ঘুমের ওষুধ দিয়ে তাকে অজ্ঞান করা হয় এবং তারপরে তাকে খাঁচায় বন্দী করে, জঙ্গলি নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়। চিতা বাঘটি ফাঁদে ফেসে যেতেই বন্দদপ্তর এর কর্মকর্তাদের খবর দেওয়া হয়। কর্মকর্তারা এবং গ্রামবাসীরা মিলে তাকে ঘুমের ওষুধ দিয়ে খাঁচায় বন্দী করে। তারপর কারিগরি থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। চিতাবাঘ টি বেশ আক্রমণাত্মকভাবে ছিল, তাকে ঘুমের ওষুধ না দেওয়া হলে যেকোনো ব্যক্তির উপর আক্রমণ করতে পারতো, কোন এক মানুষ প্রাণ হারাতে পারত অথবা আহত হত। নটিজেনরা এই ভিডিওটি দেখে বেশ অবাক হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ভাইরাল হয় এই ভিডিও।