Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

এবার থেকে বাসের টিকিটও বুক করা যাবে আইআরসিটিসি থেকে, জানুন কীভাবে?

শুধু ট্রেন (Train) এবং বিমান নয়, এবার থেকে বাসের (Bus) টিকিটও (Ticket) বুক করা যাবে আইআরসিটিসি (IRCTC) থেকে। অনলাইনে সহজেই টিকিট বুক করা যাবে এবার থেকে। এখন অনলাইন বাসের টিকিট…

Avatar

শুধু ট্রেন (Train) এবং বিমান নয়, এবার থেকে বাসের (Bus) টিকিটও (Ticket) বুক করা যাবে আইআরসিটিসি (IRCTC) থেকে। অনলাইনে সহজেই টিকিট বুক করা যাবে এবার থেকে। এখন অনলাইন বাসের টিকিট বুকিং পরিষেবা চালু করেছে ওয়েবসাইটটি। সংস্থার তরফে জানান হয়েছে যে ২৯ জানুয়ারি (January) থেকে এই পরিষেবা উপলব্ধ করা হয়েছে। গোটা ওয়েবসাইটটি (Website) পুনর্নিমাণ করেছে।

অনলাইনে বাসের টিকিট বুক করতে ব্যবহারকারীরা https://www.bus.irctc.co.in/home যেতে পারেন। ব্যবহারকারীদের তাদের যাত্রার বিশদ লিখতে হবে। যাত্রীরা তাদের সিট নির্বাচন করতে এবং তাদের পছন্দ অনুযায়ী বাস বুক করতে পারবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আইআরসিটির তরফে এটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, “ওয়ান স্টপ শপ ট্র্যাভেল পোর্টাল হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। রেলপথ, বাণিজ্য ও শিল্প মন্ত্রক এবং ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক বিতরণ মন্ত্রকের নেতৃত্বে আইআরসিটিসি ধীরে ধীরে নিজেকে দেশের প্রথম করে তুলবে।”

আরও জানান হয় যে, আইআরসিটিসি ব্যবহারকারীদের ভ্রমণের সামগ্রিক অভিজ্ঞতা দেওয়ার জন্য অনলাইন রেল এবং ফ্লাইটের টিকিট বুকিংয়ের পাশাপাশি অনলাইন বাস বুকিং পরিষেবা চালু করেছে। বাস বুকিং করার আগে, ব্যবহারকারীরা বাসের ছবিগুলিও পরীক্ষা করে দেখতে পারবে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এক লেনদেনে সর্বোচ্চ ছয় যাত্রীর জন্য টিকিট বুক করা যায়। ব্যবহারকারীরা ইউপিএসআরটিসি, এপিএসআরটিসি, জিএসআরটিসি, ওএসআরটিসি, কেরালা আরটিসি ইত্যাদি সহ রাষ্ট্রীয় সড়ক পরিবহন কর্পোরেশন বাস বুক করতে পারবেন। আইআরসিটিসি মোবাইল-অ্যাপের মাধ্যমে এই পরিষেবাটি মার্চের প্রথম সপ্তাহ থেকে দিতে শুরু করতে পারে, এমনটাই আশা করা হচ্ছে।

About Author