এক মিরাকেল টাকার ব্যাগ চুরি হতেই পা ভাঙা ভিখারি উঠে দাঁড়িয়ে পড়ে, ভাইরাল ভিডিও
আমাদের দুবেলা পেট ভরে খেতে গেলে অর্থের প্রয়োজন হয়ে থাকে। আর সেই অর্থ রোজগার করা মুখের কথা নয়। প্রত্যেকই কোন না কোন ভাবে পরিশ্রম করে অর্থ রোজগার করে থাকে। তাহলে কোনদিনও শুনেছেন নকল ভিখারি সেজে অর্থ রোজগার করা। আমাদের দেশে এরকম কান্ড অনেক হয়ে থাকে। অনেক সময় বাচ্চাদের নোংরা জামাকাপড় পরিয়ে ভিক্ষা করানো হয়, আবার অনেক সময় বাচ্চা ভাড়া করে এনে ভিক্ষা চায়। অনেকেই রয়েছে যেটা ইচ্ছা করলেই পরিশ্রম করে অর্থ রোজগার করতে পারে। কিন্তু তারা পরিশ্রম না করে অযথা ভিক্ষা করে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এরকম একটি ভিডিও ভাইরাল হয়।
একমাত্র আমাদের দেশে এরকম হয়ে থাকে। আমাদের দেশের সরকার দরিদ্রদের কাজের জন্য অনেক ব্যবস্থাই করে থাকে। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা অনেকেই কাজ না করে অযথা ভিক্ষার পথ বেছে নেয়। তার মধ্যে অনেকে থাকে নকল ভিখারি। অর্থাৎ অনেক সুস্থ মানুষ ইচ্ছা করে অসুস্থ সাজে। হাতে পায়ে নকল ব্যান্ডেজ করে ভিক্ষা করে বেড়ায়। এর মধ্যে অনেকেই থাকে সত্যিই অসুস্থ কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আমরা তাদের বিশ্বাস করতে পারিনা। তবে বেশির ভাগ মানুষই অনেক টাকা অনেক দিকে খরচা হয় ভেবে ভিখারিদের কিছু টাকা দান করে থাকে। এই সুযোগের ব্যবহার করে কিছু ধূর্ত এবং অলস ব্যক্তি। তারা অসুস্থ না হয়েও অভিনয় করে মানুষের থেকে টাকা নেয়।
Miracles do happen….. pic.twitter.com/FvySTrmXh0
— Harsh Goenka (@hvgoenka) February 5, 2021
ব্যবসায়ী হর্ষ গোয়েঙ্কা সম্প্রতি একটি মজার ভিডিও টুইটারে শেয়ার করেছেন। তিনি নিজের টুইটার একাউন্টে একটি ভিডিও ভাগ করে বলেছেন দেখুন মিরাকেল দেখুন। ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির পায়ে মোটা প্লাস্টার অথবা ব্যান্ডেজ করা এবং সে হাঁটতে অক্ষম তার এই অসহায় অবস্থা দেখিয়ে সে লোকের কাছ থেকে অর্থ সাহায্য চাইছে। অনেকেই তার এই করুন অবস্থা দেখে তাকে অর্থ দিয়ে সাহায্য করছে। কিন্তু ভিডিও শেষে ঘটে আসল মজার ঘটনা একটি যুবক তার সামনে এসে প্রথমে তাকে কিছু অর্থ দেয় তারপর তার টাকার ব্যাগ নিয়ে ছুটে যায়। মজার ব্যাপার হলো ভিখারীর পা ভাঙ্গা ছিল সে বেমালুম উঠে দাঁড়িয়ে যুবকটির পিছনে ছুটে যায়, আসলে তার পা একদম ঠিক সে বেশ কয়েক দিন ধরে এলাকাতে পা ভাঙ্গার অভিনয় করে ভিক্ষা করাকে পেশা বানিয়ে নিয়েছিল। তার এই ভিডিও সেখানে উপস্থিত থাকা কোন এক ব্যক্তি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় তারপরেই ভাইরাল হয়ে যায়। তবে কি রকম নকল অসুস্থতা দেখিয়ে টাকা রোজগার অনেকেই করে থাকে। তাই সকলেই সতর্ক থাকবেন।