হায়দরাবাদ: অমলেট (Omlet) খেতে আমরা কম-বেশি সকলেই ভালবাসি। কিন্তু এই অমলেট একজনের মৃত্যুর কারণ হতে পারে, এটা নিশ্চয়ই কখনও কল্পনা করেন নি? হ্যাঁ, বাস্তবে এমন ঘটনা ঘটেছে। একটি অমলেটের দাম ৬০ টাকা। আর সেই নিয়ে বচসা শুরু হয় মদ্যপ এক ক্রেতার সঙ্গে। যা পরবর্তী সময়ে গড়ায় হাতাহাতি, মারামারি এবং সব শেষে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয় ওই মদ্যপ ব্যক্তিকে। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে বলে খবর। এমন অদ্ভুত ঘটনা ঘটেছে হায়দরাবাদের (Hydrabad) উপ্পলে (Uppal)।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিকাশ। বয়স ৩৪। তিনি হায়দরাবাদের লঙ্গার হাউজ এলাকার বাসিন্দা। গত রবিবার তিনি তার দুজন বন্ধুকে নিয়ে হায়দরাবাদের উপ্পলে একটি ওয়াইন শপে যান। সেখানে তিনি তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন। সেই সময় তিনি এক প্লেট অমলেট অর্ডার দেন। কিন্তু সে কথা নেশার ঘোরে তিনি ভুলে যান। যখন তিনি বেরচ্ছিলেন, তখন তাকে বিল হিসেবে অমলেটের জন্য ৬০ টাকা দিতে বলা হয়। তখন সে কথা অস্বীকার করেন তিনি। তারপরই শুরু হয় ওই ব্যক্তি এবং দোকানীর মধ্যে বচসা, যা পরবর্তীকালে হাতাহাতি ও মারামারিতে গিয়ে পৌঁছায়।
বিকাশের বন্ধুরা বাধা দিতে এলে তারাও আহত হন। এরপর গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় বিকাশকে। প্রাথমিক চিকিৎসা চলাকালীনই তার মৃত্যু হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।