Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সুখবর! আজ অনেকটাই কমল সোনার দাম

Updated :  Monday, February 8, 2021 5:00 PM

ফেব্রুয়ারি (February) মাসের প্রথম দিন থেকেই সোনার (Gold) দামে পতন অব্যহত! এ মাসের ৮ দিনে সোনার দাম প্রতি ১০ গ্রামে কমেছে ১৫৭০ টাকা। আজ, সোমবার (Monday) ফের কিছুটা কমেছে সোনার দর।

এবার এক নজরে দেখে নেওয়া যাক, বর্তমানে সোনার কী দাম দাঁড়িয়েছে।…

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪,৬৭৯ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪,৬৭৬ টাকা।

২২ ক্যারেট (গিনি সোনা/গয়নার সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬ হাজার ৭৯০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪৬ হাজার ৭৬০ টাকা।

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১ গ্রাম সোনার দাম ছিল ৪ হাজার ৯৪৯ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪ হাজার ৯৪৬ টাকা।

২৪ ক্যারেট (খাঁটি সোনা/পাকা সোনা) সোনার দাম: গতকাল ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৯ হাজার ৪৯০ টাকা, আজ যা সামান্য কমে হয়েছে ৪৯ হাজার ৪৬০ টাকা।