Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

এইবার বাংলা জুড়ে বাইক ছুটিয়ে ‘যুব আক্রোশ অভিযান’ করবে বিজেপি, কটাক্ষ শাসক শিবিরের 

এই একই নামে দেশের অর্থনৈতিক দুরবস্থা ও বেকারত্ব ইস্যুতে গত বছর জানুয়ারি মাসে জয়পুরে ‘‌যুব আক্রোশ’‌ র‌্যালির সূচনা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)।

Advertisement

ভোট প্রচারে এইবার নতুন কর্মসূচি নিয়ে আসলো গেরুয়া শিবিরের যুব মোর্চা। একুশের ভোটকে সামনে রেখে বিজেপি বাংলার বিভিন্ন প্রান্তে একাধিক কর্মসূচি নিচ্ছে। এইবার বাংলার ২৯৮ টি বিধানসভা কেন্দ্রে এইবার বাইক র‍্যালি করবে যুব মোর্চা। যার নাম দেওয়া হয়েছে যুব আক্রোশ অভিযান। নতুন কর্মসূচির রণকৌশল ঠিক করতে বুধবার দিল্লি উড়ে গেলেন যুব মোর্চার বাংলা সভাপতি তেজস্বী সূর্যের সাথে বৈঠক করবেন তিনি। সেখানে থাকতে পারেন গেরুয়া শিবিরের নেতা বি এল সন্তোষও (B L Sontash)।

এই দিন এই কর্মসূচির বিষয়ে সৌমিত্র খাঁ (Soumitra Kha) বলেন,”আগের ১০ বছর ধরে বাংলার যুব সমাজের প্রতি যেভাবে অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদেই এই কর্মসূচি। শিক্ষিত যুবক-যুবতীরা বাংলায় কোনও চাকরি পাচ্ছেন না। টেট পরীক্ষার ৬ বছর পর রেজাল্ট বেরোচ্ছে। প্রাইমারিতে দুর্নীতি হয়েছে। বন দফতর, সেচ দফতরে দুর্নীতি হয়েছে। কোনও নিয়োগের সুযোগ পাচ্ছে না বাংলার যুব সমাজ। তার জন্য আমরা ‘‌যুব আক্রোশ অভিযান’‌ নাম দিয়েছি এই কর্মসূচির।”

কিন্তু এই অভিযানে আক্রোশ শব্দ তা কেন? এর উত্তরও এই দিন দিয়েছেন বিষ্ণুপুরের গেরুয়া শিবিরের সাংসদ। তার বক্তব্য,”এতদিন শাসক শিবিরের প্রতি ঘৃণা আক্রোশ তৈরি হয়েছে রাজ্যের যুব সমাজের। চাকরি না পেয়ে আজ যুবক-যুবতী হতাশ। এই হতাশা থেকেই আক্রোশ তৈরি হয়।”

এদিকে, বিজেপি–র যুব মোর্চার এই ‘‌যুব আক্রোশ অভিযান’‌কে কটাক্ষ করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “‌আক্রোশ একটা প্ররোচণামূলক শব্দ। আসলে সৌমিত্র খাঁর আক্রোশ দিলীপ ঘোষের ওপর। কারণ, ও যখনই কমিটি করে দিলীপ ঘোষ সেটা বাতিল করে দেন। আর যুব মোর্চার আক্রোশ আসলে মাদার বিজেপি–র ওপর।”‌ এদিন রীতিমতো সৌমিত্রকে ব্যক্তিগত আক্রমণ করেন কুণাল ঘোষ। তার প্রশ্ন, “‌যার স্ত্রী একটা রাজনৈতিক দলবদল করলে ডিভোর্সের নোটিশ পাঠায় সে অন্যের আক্রোশের কথা কী বলছে?‌”

উল্লেখ্য, এই একই নামে দেশের অর্থনৈতিক দুরবস্থা এবং বেকারত্ব বিষয়ে আগের বছর জানুয়ারি মাসে জয়পুরে যুব আক্রোশ র‍্যালির সূচনা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তা হলে কি এইবার কংগ্রেসের দেখানো পথে এগোচ্ছে গেরুয়া শিবির?

Related Articles

Back to top button