Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দমদমে বন্ধ ফ্ল্যাট থেকে দম্পতির দেহ উদ্ধার, ঘটনার তদন্তে পুলিশ

Updated :  Thursday, February 11, 2021 10:00 AM

দমদম: বন্ধ ফ্ল্যাট (Flat) থেকে উদ্ধার দম্পতির দেহ। গতকাল, বুধবার (Wednesday) রাতে দমদমের (Dumdum) ঘটনা। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, নিহত ওই ব্যক্তির নাম বাসুদেব ব্রক্ষ্ম (৬৫) এবং তাঁর স্ত্রী ইন্দ্রানী (৫৫)। বাসুদেববাবু রাজ্য সরকারের (State Govt) প্রাক্তন কর্মী। বছর সাতেক আগে তারা দমদমের ফ্ল্যাটে আসেন। তার আগে তারা থাকতেন বিধাননগরে (Bidhannagar)। তারা নিঃসন্তান ছিলেন। বাসুদেববাবুর দেহ উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায়। অন্যদিকে, তাঁর স্ত্রীকে পাওয়া যায় মাটিতে রক্তাক্ত অবস্থায়।

এদিন তাঁর এক বন্ধু তাকে দুপুরের দিকে বেশ কয়েকবার ফোন করেন কিন্তু তিনি কোনও সাড়া পাননি তারপর বিকেলের দিকে তাদের সঙ্গে দেখা করতে আসেন। তখন তিনি দেখতে পান দরজা বন্ধ রয়েছে। ডাক দিলেও কেউ সাড়া দিচ্ছে না। এরপর তিনি বাসুদেববাবুর ছোট ভাইয়ের ফ্ল্যাটে যান। সেটি তার পাশেই রয়েছে। তাকে এই ব্যাপারে বিস্তারিত জানান তখন বাসুদেবপুর ভাই স্থানীয় এবং দমদম থানায় জানানো হয়।

এরপর ভাঙা হয় দরজার ফ্ল্যাট এবং তাঁদের ওই অবস্থায় পাওয়া যায়। পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে যান। এরপর পুলিশ দেহ উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, তারা মানসিক অবসাদে ভুগছিলেন। বাসুদেববাবুর আত্মীয় দেবযানী ব্রক্ষ্ম বলেন, রাত আটটা নাগাদ তাঁর এক বন্ধু আমাদের বাড়িতে আসেন। তিনি আমাদের জানান দুপুর থেকে তাঁকে ফোন করছি। কিন্তু কোন সাড়া পাননি। তখন তাকে বলি, আপনি ফ্যাটের বেল বাজিয়ে দেখুন। তিনি জানান, সেটা করেছি। কিন্তু কোনও সাড়া পাচ্ছি না।

তিনি আরও বলেন, ভেতর থেকে কেউ কোনও জবাব দিচ্ছেন না। মনে সন্দেহ হওয়ায় আমি এরপর বিদায়ী কাউন্সিলর বরুণ নট্টকে খবর দিই। তখন তিনি আমাদের বলেন, দরজা ভাঙুন। এরপর পুলিশকেও খবর দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজনও ছিলেন। সবার সাহায্যে দরজা ভেঙে দেখা যায় এই অবস্থা।