নজিরবিহীন! বাংলায় প্রথমবার, পাঁচতারা হোটেল থেকে ভোট পরিচালনা করবে গেরুয়া শিবির
পাঁচতারা হোটেলেই হবে 'স্ট্র্যাটেজি মিট'। এছাড়া শহরে আরও ২টো গেস্ট হাউজও ইতিমধ্যেই ভাড়া নিয়ে রেখেছে রাজ্য গেরুয়া শিবির।
একুশের ভোটে পাঁচতারা হোটেল থেকেই বাংলা বিজয়ের লক্ষ্যে ঝাঁপাবে গেরুয়া শিবির। গেরুয়া শিবিরের সূত্র হতে জানা গিয়েছে এমন তথ্য। স্বাধীনতার পর এই প্রথম বাংলায় কোনও রাজনৈতিক দল হোটেল থেকে তাদের বিধানসভা নির্বাচন পরিচালনা করবে। এক কথায় নজিরবিহীন সিদ্ধান্ত পদ্ম বাহিনীর। প্রসঙ্গত উল্লেখ্য, গেরুয়া শিবিরের মুরলীধর স্ট্রিটে বাংলা কার্যালয়ের সাথে হেস্টিংসে একটি বহুতলের চারটে তলা নিয়ে আলাদা নির্বাচন অফিস করেছে গেরুয়া শিবিরি। এই অফিসে গেরুয়া শিবিরে নেতাদের বসার জায়গা যেমন করা হয়েছে, তেমনই পুরোপুরি কর্পোরেট ধাঁচে কনফারেন্স রুম, আইটি রুম, সোশ্যাল মিডিয়া বিভাগের ব্যবস্থাপনাও রয়েছে। তার সাথে রয়েছে প্রতিদিন ২৫০ জনের খাবারে ব্যবস্থা।
এত দিন ধরে এই অফিস থেকেই গেরুয়া শিবিরের নেতারা সাংবাদিক বৈঠক করছেন। তবে বাংলা বিজেপি সূত্রের খবর হতে জানা গিয়েছে, একবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে, তারপর এই অফিসের দরজা সাংবাদিকদের জন্য বন্ধ হয়ে যাবে। এখানে সংবাদমাধ্যমে অথবা বাইরের লোক আর ঢূকতে পারবে না। তাদের প্রবেশ নিষিদ্ধ হবে। বদলে সাংবাদিকদের জায়গা হবে ঐ পাঁচতারা হোটেলে। সেখানেই প্রতিদিনের ভোট পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক করা হবে। এছাড়া নির্বাচনী প্রচারের কাজে ভিন বাংলা থেকে আসা নেতৃত্ব, কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্য বাংলার মন্ত্রীদেরও থাকার ব্যবস্থা করা হবে। এর আথে পাঁচতারা হোটলেই হবে ‘স্ট্রাটেজি মিট’ এর মতো দলীয় গুরুত্বপূর্ণ বৈঠকও। তবে শুধু হোটেলেই শেষ নয়, শহরে আরও ২ টো গেস্ট হাউজও এর মধ্যেই ভাড়া নিয়ে রেখেছে বাংলার গেরুয়া শিবির।
এদিকে বিজেপি যখন বঙ্গ বিজয়ের লক্ষ্যে পাঁচতারা হোটেল থেকে ‘কার্পেট বম্বিং’-এর পরিকল্পনা করেছে, সেখানে দিন কয়েক আগেই রায়গঞ্জ স্টেডিয়ামের সভা থেকে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’কে ‘টেন স্টার হোটেল রথ’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। তোপ দাগেন, “রথে বিরিয়ানি, মাংস, পোলাও, ছানা কাবাব থেকে শুরু করে সাজুগুজু সব চলছে। খানাপিনা, বিশ্রাম, গানা সব রেডি। যেন টেন স্টার হোটেলে!”