Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

জনসংযোগের নতুন পন্থা, বাঙালির আবেগ পেতে ২ টাকার বিনিময়ে বাগদেবীর মূর্তি বিলি গেরুয়া শিবিরের

বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) উলুবেড়িয়া এবং খড়গপুরে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নন্দীগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজোয় উপস্থিত ছিলেন

Advertisement

বাঙালির আবেগকে ছুঁয়ে যেতে জনসংযোগের নতুন পন্থা বিজেপির। এলাকার মানুষকে প্রতীকী ২ টাকার বিনিময়ে সরস্বতীর মূর্তি তুলে দিলেন গেরুয়া শিবিরের কর্মীরা। গেরুয়া শিবিরের কর্মীদের কথায়, বাংলাতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে, শিক্ষিত বেকারদের যাতে কর্ম সংস্থান করা হয়, সেই প্রার্থনা বাগদেবীর কাছে। ভোটের আগে বাংলায় এই অভিনব প্রচার কৌশল কামারহাটি বিধানসভা এলাকায় নিয়েছে গেরুয়া শিবিরের। স্থানীয় বিজেপি কর্মী কৌশিক মিত্র এবং জেলা নেতা বিজয় কুমার মাহাতোর উদ্যোগেই মূলত এটা করা হয়েছে। কামারহাটি রথতলা পার্টি অফিস থেকে সোমবার রাত পর্যন্ত বাগদেবীর মূর্তি এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে। শতাধিক মূর্তি বিলিও করা হয়েছে।

গেরুয়া শিবিরের কর্মী কৌশিক মিত্রের বক্তব্য,”ঠাকুরের মূর্তি বিনা পয়সায় দিতে নেই তাই আমরা প্রতীকী ২ টাকা করে নিয়েছি। বাংলার শিক্ষা পরিবেশ ফিরুক। কর্ম সংস্থান হোক। আমরা দলের তরফ মানুষের কাছে আবেদন করছি, তারাও এই প্রার্থনাই করুন মায়ের কাছে।” মঙ্গলবার সকাল থেকেই বাগদেবীর আরধনায় মেতে উঠেছে বিজেপি। গেরুয়া শিবিরের নেতারা অংশ নিয়েছে বাগদেবীর পুজোয়। বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) উলুবেড়িয়া এবং খড়গপুরে, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) নন্দীগ্রামে বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত সরস্বতী পুজোয় উপস্থিত ছিলেন। এছাড়া রাহুল সিনহা, সায়ন্তন বসু, লকেট চট্টোপাধ্যায়রাও এই দিন সরস্বতীর আরাধনায় অংশ নেন। জেলায় জেলায় বাগদেবীর পুজোয় অংশ নিয়ে ভোটের আগে জনসংযোগ সরান গেরুয়া শিবিরের নেতারা।

বিধানসভা নির্বাচনে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। তার আগে যেন তেন প্রকারেণ জনসংযোগ করতে চাইছে বিজেপি। এবার সেই কাজে সরস্বতী পুজোকে বেছে নিয়েছে গেরুয়া শিবির। প্রসঙ্গত উল্লেখ্য, বিজেপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেছিলেন, এ রাজ্যে সরস্বতী পুজো করার পরিবেশ নেই। অনেকসময় বাগদেবীর আরাধনা করতে পারেন না রাজ্যবাসী। এমন পরিস্থিতিতে সেই সরস্বতী পুজোকেই জনসংযোগের পথ হিসেবে বেছে নিল গেরুয়া শিবির।

Related Articles

Back to top button