সাম্প্রতিককালের বিভিন্ন ভিন্ন দলীয় নেতারা দলবদল করে যোগ দিচ্ছেন বিজেপিতে (BJP)। এমনকি বিজেপিতে যোগদান করছেন বিভিন্ন বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীও। অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh) বিজেপিতে যোগদান করার সমালোচনায় উত্তপ্ত হয়ে উঠেছিল মহল। কিন্তু বর্তমানে কি সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও (Prasenjit Chatterjee) দেখা যাবে বিজেপি রাজনৈতিক দলে? প্রশ্ন অনেকেরই! এই সংশয় মিটিয়ে দেন প্রসেনজিৎ, সঙ্গে মিঠুন চক্রবর্তীও।
সুপারস্টার মিঠুন চক্রবর্তীর মুম্বইয়ের বাংলোয় হঠাৎই হাজির হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এইদিকে টলিউডের আরেক বিশিষ্ট অভিনেতা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। এমনকি নিজের লেখা বই ‘অমিত শাহ এন্ড দা মার্চ অফ বিজেপি’ বইটিও তুলে দেন প্রসেনজিতের হাতে। ভোটের মুখে আচমকাই সুপারস্টারদের সাথে বিজেপি নেতাদের সাক্ষাৎকারের ঘটনা প্রশ্নের উৎপত্তি করছে অনেকের মনেই। এই সাক্ষাৎকার কি অভিনেতাদের বিজেপিতে যোগদান করার কোনো লক্ষণ?
সূত্রের খবর, এই জল্পনা গুলি উড়িয়ে দেন দুই অভিনেতাই। কিছু চাওয়া কিংবা পাওয়ার জন্য যাননি নেতারা তাদের কাছে। বুধবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘আরএসএস অরাজনৈতিক সংগঠন। বিশিষ্ট মানুষের বাড়িতে যান নেতারা। তাদের সাথে নানা বিষয়ে আলাপ-আলোচনা করে থাকেন, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই’।
উল্লেখ্য, অভিনেতা রুদ্রনীল ঘোষ বুধবার মিঠুন চক্রবর্তী ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাতের ওই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায় ওই বিষয়ে তাকে নানা প্রশ্ন করা হয়।’কে কোথায় যোগ দেবেন, কাকে ভোট দেবেন সেটা সম্পূর্ণ তার অধিকার’ মন্তব্য করে দুই অভিনেতার বিজেপিতে যোগদান করার বিষয়ে সংশয়কে মিটিয়ে দেন তিনি। কিছু মানুষের হাতে অনেক সময় রয়েছে তারাই এই বিষয়ে চিন্তাভাবনা কিংবা চর্চা করছেন বলে কটাক্ষও করেছেন সদ্য বিজেপিতে যোগদান করা অভিনেতা রুদ্রনীল ঘোষ।