আমাদের সকলে রাস্তায় ডাকাতের আক্রমণ কে ভয় পেয়ে থাকি। আমাদের নিজস্ব জীবনের যে রকম ডাকাতের আক্রমণ ঘটে থাকে সেরকম আমরা সিনেমা গল্পতেও দেখি মাঝরাস্তায় গাড়ি আর বাস থামিয়ে ডাকাতের উৎপাত। এইবারের ঘটল এরকমই এক আক্রমণ। তাও আবার রাতের বেলা নয় দিনের বেলায় আক্রমণ। তবে অবাক করার বিষয় হলেও এবারে গাড়ি থামিয়ে দিনের আলোয় আক্রমণ করে লুটপাট করেছে কোন মানুষ ডাকাত নয়, সেটি হল এক বিশাল আকার হাতি।
শ্রীলংকার কাটারঙ্গামা বলে একটি জায়গাতে দুপুরবেলা ঘটেছিল এই ঘটনাটি। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসতেই তুমুল ভাইরাল হয়। জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে একটি বাস তীর গতিতে যাচ্ছিল। হঠাৎই বাসের সামনে এসে রাস্তার মাঝে দাঁড়িয়ে পরল এক হাতি। বাসচালকটি সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেয়।
Daylight robbery on a highway. A forward. pic.twitter.com/QqGfa90gF5
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) November 11, 2020
আর থামানোর পরেই হাতিটি বাসের ড্রাইভার এর পাশের জানালার সামনে এসে ভেতরে ভরে দেয় তার শুর। হাতিটির শুরের চাপে বাস চালকের প্রায় দমবন্ধকর অবস্থা। কিন্তু হাতিটি তার মনের সুখে সন্ধান চালাচ্ছে বাসের ভিতরে কোন খাবারের। তারপর হাতিটি সন্ধান পেল বাসের ভেতরে পড়ে থাকা একটি কলার ছড়া আর সেটি নিয়ে সেখান থেকে চলে গেল দস্যু হাতি। এই ভিডিওটি ২০১৮ এর একটি ঘটনা। সম্প্রতি ফরেস্ট সার্ভিস অফিসার পারভিন কাসওয়ান এই ভিডিওটি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছে। আর ঝড়ের গতিতে ভাইরাল হয়ে ওঠে এই ভিডিও।