Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

“সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশন ও চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষণ হবে”, নামখানা থেকে ঘোষণা শাহের

বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে

Advertisement

একুশে নির্বাচনের আগে আজ ফের রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে এটা প্রথমবার এমন নয়। নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বারংবার বাংলা সফল করতে দেখা যাচ্ছে তাকে। তিনি কখনোই সে রাজ্যে কৃষক সম্মান নিধি চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন বা কখনো আয়ুষ্মান ভারত কার্যকর করার কথা বলছেন। এছাড়াও বিজেপি রাজ্য জয়লাভ করলে বেকার যুবকদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে আজ অর্থাৎ বৃহস্পতিবার নামখানা থেকে পরিবর্তন যাত্রার সূচনার আগে আরেক বড় প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজকে নামখানা সভা মঞ্চ থেকে অমিত শাহ ঘোষণা করেছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় এলে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে। তিনি শাসক দলকে কটাক্ষ করে বলেছেন, “এ রাজ্যের সরকারি কর্মচারীরা সরকারের ওপর চটে রয়েছে। বকেয়া ডিএ মেটানো বেতন বৃদ্ধির মতো একাধিক ইস্যু নিয়ে বারংবার সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ খবরের শিরোনামে এসেছে।” এই পরিস্থিতিতে গেরুয়া শিবির যে তার লাভ নেবে না এমনটা হয় না। তাই নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারি কর্মচারীদের ভোট নিজেদের ঝুলিতে আনার জন্য সপ্তম বেতন কমিশন কার্যকর করা যে একটা বিজেপির একটি মাস্টারস্ট্রোক, তা অস্বীকার করা যায় না।

এছাড়াও এটি স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক জনকল্যাণমূলক কাজের ঘোষণা করেছেন। তিনি বলেছেন, “বিজেপি সরকার ক্ষমতায় এলে রাজ্য সরকারি চাকরিতে ৩৩ শতাংশ আসন মহিলাদের জন্য সংরক্ষণ করা হবে।” আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর নামখানার সভাতে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। সেই ক্ষেত্রে তাদের সামনে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা যে বেশ তাৎপর্যপূর্ণ তা বলাবাহুল্য। আসলে রাজ্যের সাইলেন্ট ভোটার মহিলাদের অমিত শাহ গেরুয়া শিবিরের জানতে চাই। কারণ কিছুদিন আগেই বিহারে বিজেপির জয়ে সাইলেন্ট ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

Related Articles

Back to top button