বাংলার বেকার ভাইয়েরা জেগে উঠুন। নামখানার সভা থেকে এরকম ভাষাতেই আবেদন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। শুভেন্দু বলেছেন, রাজ্যের ৪০ লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে থাকছে কেন? তিনি বলেছেন, তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা পুরো কাশ্মীরের মত হবে।
নামখানার সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন, পরিবর্তন এবারে আসবেই। তার পাশাপাশি তিনি অভিযোগ করেছেন তোলাবাজ ভাইপোর অত্যাচারে শুধু তিনি নন ডায়মন্ড হারবার এর বিধায়ক দীপক হালদার (Dipak Halder) ভুক্তভোগী। তিনিও তৃণমূল ছেড়ে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। পূর্ব মেদিনীপুরের মত দক্ষিণ ২৪ পরগনার মানুষ পরিবর্তন চাইছেন বলে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন তার সঙ্গে এই জেলার আত্মিক সম্পর্ক রয়েছে।
শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে, তারা এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন তো। কারণ গত বছর নির্বাচনে কিন্তু রাজ্যের কয়েকটি জেলার মতই ভুক্তভোগী ছিলেন দক্ষিণ ২৪ পরগনার মানুষ। তারা নির্বাচনে অংশ নিতে পারেননি। তাই এবারে শুভেন্দু বলেছেন, ভোট দেওয়ার সুযোগ পেলে মাননীয়া কে বুঝিয়ে দিন সেই প্রতিবাদ জানিয়ে। এছাড়াও জেলা প্রশাসনকে দিয়ে নির্বাচন কমিশনকে ম্যানেজ করে ডায়মন্ড হারবারের বুথ লুট করার অভিযোগ তুলেছেন শুভেন্দু।