ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর, সেনা-জঙ্গি সংঘর্ষে শহিদ দুই পুলিশকর্মী
শ্রীনগর: ফের উত্তপ্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir)। নিরাপত্তারক্ষী (Security Fource Officers) ও জঙ্গিদের (Terrorist) গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের সোপিয়ান ও বদ্গামে। নিরাপত্তারক্ষীবাহিনী এই দুই জেলায় এনকাউন্টার করে। সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে নিকেশ তিন লস্কর জঙ্গি। শহিদ হয়েছেন দুই স্পেশ্যাল পুলিশ অফিসার।
https://twitter.com/ANI/status/1362679112058294273?s=19
সূত্রের খবর, শুক্রবার ভোরে বদগামে নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। জঙ্গিদের গুলিতে শহিদ হয়েছেন জম্মু-কাশ্মীরের এক স্পেশ্যাল পুলিশ অফিসার। আহত আরও এক পুলিশকর্মী।
পাশাপাশি সোপিয়ানে ভারতীয় সেনা বাহিনীর এনকাউন্টারে খতম তিন জঙ্গি। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, লস্কর ই তইবার সংগঠনের সদস্য ছিল এই তিন জঙ্গি।
Jammu and Kashmir: Unidentified people fire bullets at security forces in Baghat Barzulla of Srinagar district in Kashmir. More details awaited.
(Visuals deferred by unspecified time) pic.twitter.com/wQUDW9zWBE
— ANI (@ANI) February 19, 2021
জানা গেছে, জম্মু-কাশ্মীরে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেখানে এসেছেন ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের সদস্যরা। গত বুধবার তাঁরা জম্মু-কাশ্মীরের এসেছেন। দুদিন পর আজ শুক্রবার তাঁদের ফিরে যাওয়ার কথা। এর মধ্যেই জম্মু-কাশ্মীরের দুই জায়গায় ঘটল দুটি এনকাউন্টারের ঘটনা।
J&K: Wreath laying ceremony of Police personnel Sg Ct Mohammad Yousuf and Ct Suhail Ahmad who lost their lives in an attack by terrorists in Barzulla, Srinagar today. pic.twitter.com/BVxj9FgF54
— ANI (@ANI) February 19, 2021