Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বাড়বে মহার্ঘ ভাতা, প্রতিশ্রুতি অমিত শাহের

Updated :  Friday, February 19, 2021 5:30 PM

নয়াদিল্লি: শীঘ্রই চালু হতে পারে সপ্তম বেতন কমিশন। বেশ কয়েক সংবাদমাধ্যমে (Media) প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, সপ্তম বেতন কমিশনের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ এবং পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ (ডিআর) বৃদ্ধি পেতে পারে পারে ৪ শতাংশ। হোলির (Holi) আগেই কার্যকর হতে পারে এই ব্যবস্থা, ফলে সুবিধা পাবেন ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী (Central Govt Employee) এবং ৬১ লক্ষ পেনশনভোগী। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৭ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান, ৪% বৃদ্ধিতে তা গিয়ে দাঁড়াবে ২১ শতাংশে। কেবল মহার্ঘ ভাতাই নয়, ৪ শতাংশ বকেয়া অর্থ অর্থাৎ এরিয়ার দেওয়া হতে পারে এবং এর ফলে মহার্ঘ ভাতা পৌঁছাতে পারে ২৫ শতাংশে, এমনটাই রিপোর্টে সামনে এসেছে। সরকারিভাবে যদিও কোনও ঘোষণা করা হয়নি এখনো পর্যন্ত।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসে, দক্ষিণ ২৪ পরগনার নামখানার সভায় সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। বলেছেন ‘রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সরকারি কর্মীদের সপ্তম বেতনের কমিশনের সুবিধা দেওয়া হবে। গোটা দেশে সপ্তম বেতন কমিশন কার্যকর হলেও পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা সেই সুবিধা পাচ্ছেন না’। অনেক বিশেষজ্ঞরা এই বিষয়ে মন্তব্য করেছেন, বেতন কমিশন এবং মহার্ঘ ভাতা নিয়ে যেহেতু এই রাজ্যের কর্মীদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ জমে রয়েছে ফলে সেই ক্ষোভকে ভোটের বাক্সে কাজে লাগাতে সুকৌশলে ব্যবহার করছেন।