Today Trending Newsকলকাতানিউজরাজ্য

দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, এক ঝলকে দেখে নিন, ভেতরের চিত্র

Advertisement

দক্ষিণেশ্বর: আগামিকাল, মঙ্গলবার (Tueaday) থেকে চলবে উত্তরের দক্ষিণেশ্বর (Dakhineswar) থেকে দক্ষিণের কবি সুভাষ (Kobi subhash) অভিমুখি মেট্রো (Metro)। আজ, সোমবার (Monday) দক্ষিণেশ্বর-নোয়াপাড়া (Noapara) মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সোমবার বিকেলে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মোদি শহরে নতুন মেট্রোপথের উদ্বোধন করেন। আগামিকাল, মঙ্গলবার সাধারণ যাত্রীরা দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোপথে যাত্রা শুরু হচ্ছে। শহরের মেট্রোপথে নতুন স্টেশন জুড়লেও এর সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়ায় কোনও বদল হচ্ছে না। ফলে দক্ষিণেশ্বর থেকে ২৫ টাকাতেই পৌঁছনো যাবে কবি সুভাষে!

শহরের মেট্রোপথে নতুন স্টেশন জুড়লেও এর সর্বনিম্ন বা সর্বোচ্চ ভাড়ায় কোনও বদল হচ্ছে না। ফলে কবি সুভাষ থেকে ২৫ টাকাতেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বরে!প্রতিদিন মোট ২৪৪টি মেট্রোরেল চলবে। কিন্তু সবকটি কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে না। ১৫৮টি মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বরের মধ্যে চলবে। সারা দিনে তিনটি অতিরিক্ত মেট্রো দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। দেখে নিন উদ্বোধন হওয়া দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের অন্দরমহল।

i

Related Articles

Back to top button