কর্ণাটক: সোমবার (Monday) রাতে কর্ণাটকের (Karnataka) চিক্কাবল্লাপুর জেলায় খাদানে ব্যবহার হওয়া জেলাটিনে বিস্ফোরণ ঘটে। ওই বিস্ফোরকগুলি বেআইনিভাবে জমা করা হয়েছিল বলে অভিযোগ। জানা যায় পুলিশি অভিযানের ভয়ে জেলাটিন বারগুলিকে নষ্ট করতে গিয়ে আচমকা ঘটে বিস্ফোরণ (Blast)। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন প্রায় ছয়জন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা (B S Yehdurappa)। তিনি দ্রুত তদন্তের আশ্বাস দিয়েছেন। এমনকি এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন ইয়েদুরাপ্পা।
আরেকদিকে বিস্ফোরণের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “কর্ণাটকের বিস্ফোরণে প্রাণহানি হওয়ায় আমরা মর্মাহত। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। আহতরা যাতে দ্রুত সেরে ওঠে তার জন্য প্রার্থনা করছি।”
উল্লেখ্য, এর আগেও গত জানুয়ারি মাসেই কর্ণাটকের এক খাদানে, ডিনামাইট বোঝাই একটি লরি এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকাই তাতে বিস্ফোরণ ঘটেছিল। সেবার ভয়ংকর ডিনামাইট বিস্ফোরণে কেঁপে উঠেছিল শিবমোগা। ওই বিস্ফোরণে অন্তত আটজনের মৃত্যু হয়। বিস্ফোরণের আঘাতে লরিটি কার্যত উড়ে যায়। প্রবল শব্দে ভেঙে পড়ে এলাকার বাড়ির কাঁচ। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল, পাঁচজনের মৃত্যু হয়েছে। কিন্তু পরে মৃতের সংখ্যা বেড়ে যায় এবং ঘটনাস্থল থেকে আটজনের দেহ উদ্ধার করা হয়।