গুজরাট: ঘরের মাঠে অক্ষর (Akshar Patel) দাপটে ১১২ রানে শেষ ইংল্যান্ডের (England) প্রথম ইনিংস। মোতেরায় (Motera) সদ্য নির্মিত নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম (Narendra Modi Cricket Stadium) দিন-রাতের টেস্টের প্রথম সেশন সাক্ষী থাকল ঘরের ছেলে অক্ষর প্যাটেলের দাপট। অশ্বিনকে (Ravichandran Aswin) সাথে নিয়ে মাত্র ১১২ রানে শেষ করে দিল ইংল্যান্ডের প্রথম ইনিংস। মাত্র ৩৮ রান দিয়ে নিলেন ৬ উইকেট। অশ্বিন নিলেন ৩ উইকেট। দুই স্পিনারের দাপটে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের তারকাখচিত ব্যাটিং লাইনআপ। বাকি একটি উইকেট নেন জীবনের শততম টেস্ট খেলা ইশান্ত শর্মা (Ishant Sharma)।
ইংল্যান্ডের হয়ে সর্বাধিক রান ওপেনার জ্যাক ক্রাউলির। তিনি করেন ৫৩ রান। ক্রাউলি অরধশতরান না করলে তিন অঙ্কের দলগত রানও পার করতে পারত না। দলের মাত্র ৪ ব্যাটসম্যান দুই অঙ্কের রান পার করেছে। পিঙ্ক বল ও দিন রাতের টেস্টে বরাবর দেখা গেছে ফাস্ট বোলারদের দাপট। সেই মত ইংল্যান্ড নেমেছে তাদের পেসার ত্রয়ী কে নিয়ে। তবে সবাইকে চমকে পিচের রুক্ষতা দেখে তিন স্পিনার ও দুই পেসারের কম্বিনেশনে নামে ভারত। যা দেখে সকলেই চমকে যান। তবে প্রথম ইনিংসের পর দেখা যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত সম্পূর্ণ ঠিক।
দিনের শুরুতে ওপেনার ডমিনিক সিব্লিকে শুরুতেই ইনসুইং এ ফিরিয়ে দেন শততম টেস্ট খেলা ভারতীয় পেসার ইশান্ত শর্মা। তখন থেকেই সেট হয়ে যায় ইনিংসের টোন। নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। শেষ পর্যন্ত মাত্র ১১২ রানে শেষ হয়ে গেল ইংল্যান্ডের ইনিংস। এদিকে দলের অন্যতম প্রধান অলরাউন্দার রবীন্দ্র জাদেজা চোট না পেলে হয়ত দলে জায়গায় পেতেন না অক্ষর। তবে সুজোগ পেয়ে তাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন তিনি। প্রথম দুই টেস্টেই ইনিংসে ৫ উইকেট পাওয়ার অনন্য রেকর্ড গড়েন তিনি। প্রসঙ্গত চেন্নাইয়ে জীবনের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট পান তিনি।
ভারতীয় দলের শুরুটা ভাল হলেও অ্যান্ডারসন ব্রডদের সামলে রান তুলতে হবে ভারতীয় ব্যাটিংকে। কারন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য এই টেস্ট জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে পিঙ্ক বলে অ্যান্ডারসন ব্রড জুটির রেকর্ড ভয়ঙ্কর। এখন দেখার ইংল্যান্ড পেস অ্যাটাক সামলে রান করতে পারে কিনা ভারতীয় দল। ডিনার ব্রেক অব্দি ভারতীয় দলের স্কোর ৭ রান। ক্রিজে রয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ডিনার ব্রেক শেষে খেলা শুরু হলে রোহিত শর্মা করে ফেলেন নিজের লড়াকু হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে প্রথম দিনের শেষে ভাল পজিশনে রয়েছে ভারত। আজ, বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে কী পরিস্থিতি হয়, এখন সেটাই দেখার।