সকালে নবান্নে গিয়েছিলেন ইলেকট্রিক স্কুটিতে। বিকেলে নবান্ন থেকে ফিরলে ইলেক্ট্রিক স্কুটিতেই। বাড়ির সামনে এসে কেন্দ্রকে নিশানা করলেন এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি হুঁশিয়ারি দিয়ে দিলেন, ‘যদি রান্নার গ্যাসের দাম কমিয়ে ৪০০ টাকা না করা হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।”
তার সাথেই পেট্রোপণ্যের দাম বৃদ্ধির নেপথ্যে ষড়যন্ত্রের অভিযোগ তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতায় দিন বললেন, “আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম ৫০% কমে গিয়েছে। কিন্তু দেশে কিন্তু পেট্রোল-ডিজেলের দাম দ্বিগুণ হয়ে গেছে। এর পিছনে একটা বড় খেলা রয়েছে। এই খেলা ঢেকে দেবার জন্য সরকার জনতার সাথে ছলনা করছে। একটা সময় ছিল যখন রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা। আর এখন সেই দাম বেড়ে হয়েছে ৮২৫ টাকা। তাহলে দুটো গ্যাসের দাম ১৬৫০ টাকা। তাহলে সে খাবে কি আর রাস্তায় যাতায়াত করবে কি?”
তিনি বলেছেন, আগে কেন্দ্রীয় কেরোসিনের জন্য ৪০০০ টাকা ভর্তুকি দিত। এবারের বাজেটে সেই ব্যাপারটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই রাজ্যে কিন্তু ২ কোটি মানুষ কেরোসিন তেলের ওপর নির্ভর করেন। প্রতিদিন একটা করে নেতা আসছেন, বড় বড় কথা বলছেন। কিন্তু পেট্রোলের দাম কেন বৃদ্ধি পেল সেই নিয়ে কোন কথা বলা হচ্ছে না। বিজেপি আসলে ধান্দাবাজ, দুর্নীতিবাজ। এরকম বিজেপি কি আর চাই না।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside