নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট, জেনে নিন দিনক্ষণ
বাংলা সহ ৩ রাজ্য এবং ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিন ঘোষণা করছে নির্বাচন কমিশন
বাংলা সহ ৩ রাজ্য এবং ১ টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিন ঘোষণা করছে নির্বাচন কমিশন। শুক্রবার তথা আজ দিল্লিতে এই নিয়ে বৈঠক করেন কমিশনের আধিকারিকরা। করোনা পরিস্থিতিতে কিভাবে ভোত করানো হবে, তা নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে। তার পরে বিজ্ঞান ভবনে ৫ নম্বর ঘরে সাংবাদিক বৈঠকে ভোটের দিন ক্ষণ প্রকাশ করতে হাজির হন নির্বাচন কমিশনের আধিকারিকরা।
এইবার বাংলায় ২৯৮, অসমে ১২৬, কেরলে ১৪০, তামিলনাড়ুতে ২৩৪ এবং কেরনে ৩০ টি আসনে ভোট হবে। করোনা পরিস্থিতিতে এই বিপুল সংখ্যাক সিটে ভোত করাতে বিশেষ সতর্কতা অবলম্বন করছে নির্বাচন কমিশন। এই বিষয়ে তারা মডেল হিসেবে রাখতে চায় বিহার নির্বাচনকে। এইদিন ভোটের দিন ক্ষণ প্রকাশিত হওয়ার সাথে সাথেই নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাবে। সেই বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রচার এবং ভাষণের দিকে কড়া নজর দেবে নির্বাচন কমিশন।
এইদিন কমিশনার বলেন,”বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ ৩০ এ মে পর্যন্ত।” তারপরে তিনি ঘোষণা করতে শুরু করেন ভোটের দিন ক্ষণ। এইদিন নির্বাচন কমিশনার ঘোষণা করেন,”অসমে ২৭ মার্চ থেকে তিন দফায় ভোট হবে। ভোট গণনা করা হবে ২ রা মে তে। ” তারপরে নির্বাচন কমিশনার সুনীল আরোরা ঘোষণা করেন কেরলের নির্বাচনের নির্ঘণ্ট। তিনি বলেন,”কেরলে ১ দফায় ভোট হবে। নির্বাচন হবে ৬ এপ্রিল। গণনা করা হবে ২ রা মে। পুদুচেরি এবং তামিলনাড়ুতে ৬ এপ্রিল ভোট হবে।”
এরপরেই ঘোষণা করা হয় বাংলা বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। তিনি জানান,”৮ দফায় বাংলায় হতে চলেছে এইবার ভোট।” ২৭ মার্চ থেকে শুরু হবে ভোট গ্রহণ। ফলাফল জানানো হবে ২ রা মে তে। বাংলায় ৩০ টি আসনে ভোট গ্রহণ করা হবে ২৭ এ মার্চ। ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে এইদিন ভোট হবে। অন্যদিকে ২য় দফায় ৩০ টি আসনে ভোট গ্রহণ হবে। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায়।
তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১ টি আসনে ভোট গ্রহণ করা হবে। চতুর্থ দফায় ভোট হবে ৬ এপ্রিল। ৪৪ টি আসনে হবে ভোট। পঞ্চম দফায় ভোট হবে ১৭ই এপ্রিল। ভোট হবে ৪৫ টি আসনে। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এ মার্চ। ভোট হবে ৪৩ টি আসনে। সপ্তম দফায় ভোট হবে ২৬ এ এপ্রিল, ভোট হবে ৩৬ টি আসনে। অষ্টম দফায় ভোট হবে ২৯ এ এপ্রিল। ভোট করা হবে ৩৫ টি আসনে।