একুশে নির্বাচন একেবারে দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। এখন প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করার পর ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য অপেক্ষা করছে। রাজ্য জুড়ে চলছে বিধানসভা ভোটের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ। অন্যদিকে পাল্লা দিয়ে চলছে শেষ মুহূর্তের প্রচার। এবার গতকাল মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি নেতা তথা টলিউড অভিনেতা হিরণ চক্রবর্তী। তিনি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সাথে হুডখোলা জিপে বেরিয়ে খড়গপুর ভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
খড়গপুর সদর অঞ্চলে এবার বিজেপি পদপ্রার্থী হওয়ার টিকিট পেয়েছেন সদ্য বিজেপিতে যোগদান করা টলিউড অভিনেতা হিরণ চক্রবর্তী। দিলীপ ঘোষের খাসতালুক হলেও এখানে হিরণ চক্রবর্তী বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়ায় প্রথমে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল। তবে এবার বিতর্ক ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দিলীপ ঘোষের সাথে একই গাড়িতে হিরণ চক্রবর্তীকে দেখা গেল। এমনকি দিলীপ ঘোষ নিজেই অঞ্চলের বিজেপি প্রার্থী হিরন চক্রবর্তীর হয়ে প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করলেন। মনোনয়নপত্র জমা দেয়ার পর হিরণ চক্রবর্তী বলেছেন, “যখন যে রাজ্যে যে ক্ষমতায় থাকে সেখানে উপনির্বাচন হয়। এটা কি নির্বাচন হয়? রীতিমতো ভোট লুঠ হয়। ওরা ভোট লুট করে জিতে গেছে। তবে এবার আমরা জিতব।”
সাধারণ মানুষের সমর্থনে আসল পরিবর্তন আনার লক্ষ্যে এবং সোনার বাংলা গড়ে তোলার সংকল্প নিয়ে খড়্গপুর সদরের বিজেপির মনোনীত প্রার্থী শ্রী @hiran_chatterji মনোনয়নপত্র জমা দিলেন। উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শ্রী @DilipGhoshBJP #Vote4Bjp pic.twitter.com/DFnMfmquPh
— BJP Bengal (@BJP4Bengal) March 12, 2021
খড়গপুর অঞ্চলের ভোট দ্বিতীয় দফার একদম প্রথমের দিকে। ১ লা এপ্রিল হবে খড়গপুর সদর অঞ্চলে নির্বাচন। তার জন্যই গতকাল খড়গপুরের গোলবাজার এলাকার রামমন্দির থেকে র্যালি করে খড়গপুর মহকুমা শাসকের অফিসে মনোননয়ন জমা দেন হিরণ। মিছিলে দিলীপ ঘোষ শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হুংকার দিয়ে বলেছেন, “আমরা আগেও এখানে জিতেছিলাম, আবার জিতব।”